মার্কিন ধনকুবের ওয়ারেন বাফে।
শুল্ক-পাল্টা শুল্কের তোপ দেগে সারা বিশ্বে বাণিজ্য যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে আমেরিকা ও চিন। সেই লড়াইকে স্রেফ ‘বোকামি’ তকমা দিলেন মার্কিন ধনকুবের ওয়ারেন বাফে। বললেন, এর কোনও অর্থ নেই। তাঁর মনে হয় আমেরিকা ও চিনের মতো বিশ্বের এমন বড় মাপের দুই শক্তি শেষে এমন ‘চূড়ান্ত বোকামি’-কে এড়িয়ে যাওয়ার পথই বাছবে। ফলে এখন বাণিজ্য যুদ্ধের মেঘ যতই রক্তচাপ বাড়াক, তা সত্যি হওয়া আশঙ্কা কমই।
শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠকে বার্কশায়ার হ্যাথওয়ের কর্তা বলেন, আর্থিক ও অন্যান্য ক্ষেত্রে দীর্ঘ দিন ধরেই আমেরিকা ও চিন বিশ্বের সবচেয়ে বড় দুই শক্তি হওয়ার রাস্তায় হাঁটছে। তাঁর মতে, এই অবস্থায় অযথা অনিশ্চয়তা বাড়িয়ে বাণিজ্যে সুবিধাজনক জায়গায় থাকার সুযোগ কোনও পক্ষেরই বানচাল করা উচিত হবে না। বরং বাফের দাবি, পুরো বিশ্বের এগিয়ে যাওয়াই নির্ভর করে এই দুই দেশের উপর। ফলে এতটা বুদ্ধিমান যারা, তারা বাণিজ্য যুদ্ধে জড়ানোর মতো এত বড় বোকামি করবে বলে মনে করেন না তিনি।
প্রসঙ্গত, ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে যথাক্রমে ২৫% ও ১০% শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাদা করে চড়া শুল্ক বসিয়েছেন বহু চিনা পণ্যে। উল্টো দিকে, চিনের হুঁশিয়ারি, যে কোনও মূল্যে জাতীয় স্বার্থরক্ষার জন্য তারা তৈরি। আমেরিকা কড়া অবস্থানে অনড় থাকলে, বিভিন্ন মার্কিন পণ্যে শুল্ক বসাবে তারাও।