ফের করের নোটিস দীপককে

ভিডিয়োকন গোষ্ঠীকে দেওয়া আইসিআইসিআই ব্যাঙ্কের ঋণে অনিয়মের অভিযোগের তদন্তে নেমে ফের দীপক কোছরকে নোটিস পাঠাল আয়কর দফতর। তিনি ব্যাঙ্কের কর্ণধার চন্দা কোছরের স্বামী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ মে ২০১৮ ১২:৩৮
Share:

ভিডিয়োকন গোষ্ঠীকে দেওয়া আইসিআইসিআই ব্যাঙ্কের ঋণে অনিয়মের অভিযোগের তদন্তে নেমে ফের দীপক কোছরকে নোটিস পাঠাল আয়কর দফতর। তিনি ব্যাঙ্কের কর্ণধার চন্দা কোছরের স্বামী।

Advertisement

সূত্রের খবর, ব্যক্তিগত আয়ের ব্যাখ্যা চেয়ে দীপককে নোটিস পাঠানো হয়েছে। তার সঙ্গে মরিশাসের আয়কর দফতরকে পাঠানো চিঠিতে ডিএইচ রিনিউয়েবল্‌সের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। উল্লেখ্য, ওই সংস্থাটি ভিডিয়োকন কর্ণধার বেণুগোপাল ধুত ও দীপকের যৌথ উদ্যোগ নিউপাওয়ার রিনিউয়েবল্‌সের সিংহভাগ শেয়ারের মালিক।

উল্লেখ্য, ভিডিয়োকনকে ২০১২ সালে ৩,২৫০ কোটি টাকা ঋণ দেয় আইসিআইসিআই ব্যাঙ্ক। চন্দার বিরুদ্ধে অভিযোগ, দীপক ও তাঁর সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার পরিবর্তে তা মঞ্জুরের সুযোগ করে দেন তিনি। এই ঘটনায় সামনে আসে দীপকের ভাই রাজীব ও তাঁর প্রতিষ্ঠিত আভিস্তার নাম। ব্যাঙ্কটি থেকে নেওয়া ভিডিয়োকন-সহ কিছু সংস্থার ঋণ পুনর্গঠনে পরামর্শ দিয়েছিল সংস্থাটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement