নোট বাতিলের ক্ষতে প্রলেপ দিতে ৩১ ডিসেম্বর সুদে ভর্তুকি ও ঋণে গ্যারান্টির ঢালাও ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। আর বুধবার ভাইব্র্যান্ট গুজরাতের মঞ্চ থেকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল বললেন, কিছু ক্ষেত্রে ঋণে সরকারি গ্যারান্টি ও সুদে সীমিত ভর্তুকি কার্যকরী। কিন্তু তা মাত্রাছাড়া হলে আর্থিক বণ্টনের পক্ষে ভাল নয়। শীর্ষ ব্যাঙ্কের স্বাধীনতা নিয়ে যেখানে অর্থনীতিবিদ অমর্ত্য সেন-সহ অনেকে প্রশ্ন তুলছেন, সেখানে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। বিশেষত, যে ভাবে তিনি ভর্তুকিতে রাশ টানার কথা বলেছেন, বৃদ্ধিতে গতি আনার পাশাপাশি মূল্যবৃদ্ধিও নিয়ন্ত্রণে রাখায় জোর দিয়েছেন, তা কেন্দ্রের প্রতি বার্তা বলে অনেকের ধারণা।