UNO

রাষ্ট্রপুঞ্জের আস্থা ভারতের অর্থনীতিতেই

দীর্ঘ মেয়াদে ভারতের অর্থনীতির বিপদ মোকাবিলা করার ক্ষমতা ‘সব চেয়ে বেশি’ বলে মনে করে রাষ্ট্রপুঞ্জ।

Advertisement

সংবাদ সংস্থা

রাষ্ট্রপুঞ্জ ও নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ০৩:৪৯
Share:

প্রতীকী চিত্র।

অতিমারির হানায় বিপর্যস্ত হলেও, দীর্ঘ মেয়াদে ভারতের অর্থনীতির বিপদ মোকাবিলা করার ক্ষমতা ‘সব চেয়ে বেশি’ বলে মনে করে রাষ্ট্রপুঞ্জ। সম্প্রতি এক রিপোর্টে তাদের মত, করোনার ধাক্কা সামলে আগামী দিনে কম হলেও বৃদ্ধির মুখ দেখা ও দেশের বিশাল বাজারই ভারতে বিদেশি লগ্নি টেনে আনবে। মঙ্গলবার অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করেছেন রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও-ও। তাঁর কথায়, গ্রামীণ অর্থনীতিতে মজবুত করার চেষ্টা, বিশাল বাজার ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোই ভারতকে এগোতে সাহায্য করবে।

Advertisement

করোনার আগে থেকেই ঝিমোচ্ছিল ভারতের অর্থনীতি। তবে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, এর মধ্যেই ২০১৯ সালে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় বিদেশি প্রত্যক্ষ বিদেশি লগ্নি (এফডিআই) আসার পরিমাণ ২% কমলেও, ভারতে বেড়েছে ২০%। ওই অঞ্চলের মোট বিদেশি লগ্নির ৭৭ শতাংশই এসেছে দেশের হাত ধরে। রাষ্ট্রপুঞ্জের ধারণা, সামগ্রিক ভাবে ২০২০ সালে কমলেও, আগামী দিনে ডিজিটাল প্রযুক্তি সম্প্রসারণ, টেলি শিল্পের প্রসার, শিল্পবন্ধু নীতি তৈরির হাত ধরে লগ্নি টানতে পারবে ভারত।

এ দিকে, এক বইয়ে সুব্বারাওয়ের বক্তব্য, গ্রামীণ অর্থনীতিতে জোর, মনরেগা-সহ নানা প্রকল্পের মাধ্যমে মানুষের হাত কাজ পৌঁছে দেওয়া এবং তার হাত ধরে ক্রেতা চাহিদা বৃদ্ধির সম্ভাবনাই ভবিষ্যতে অর্থনীতির চালিকাশক্তি হবে। সেই সঙ্গে জিএসটি-র মতো বিষয়ে কেন্দ্র-রাজ্য মতান্তর হলেও, সামগ্রিক ভাবে করোনা মোকাবিলার ক্ষেত্রে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সফল বলে আজ দাবি করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement