ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে আগামী ৯ মাসে ভারতে ১০০ কোটি ডলার (৬,৪০০ কোটি টাকা) লগ্নি করবে ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের। দেশে ব্যবসা ছড়ানোর পরিকাঠামো গড়ে তুলতে ওই অর্থ লগ্নি করা হবে। বর্তমানে এখানে ১৮টি শহরে পরিষেবা দেয় উবের। এর আগে গত মাসে চিনেও ওই একই পরিমাণ অর্থ ঢালার কথা জানিয়েছিল তারা।
শুক্রবার এ কথা জানিয়ে উবের ইন্ডিয়ার প্রেসিডেন্ট অমিত জৈন বলেন, আমেরিকার বাইরে ভারতই সংস্থার বৃহত্তম বাজার। ব্যবসা বৃদ্ধির হার এবং নতুন লগ্নির হাত ধরে ৬-৯ মাসে দেশে দৈনিক ট্যাক্সি পরিষেবার সংখ্যা ১০ লক্ষ পেরোবে বলে আশা। হায়দরাবাদে অফিস গড়তে ৫ বছরে ৫ কোটি ডলার লগ্নির কথা আগেই জানিয়েছে উবের। আমেরিকার বাইরে যা হবে তাদের বৃহত্তম অফিস।