এ বার মোবাইলের ‘এয়ারটেল-মানি’ থেকে ভাড়া মেটাতে পারবেন উবের ট্যাক্সির যাত্রীরা। এই সুবিধা চালু করতে গাঁটছড়া বেঁধেছে সংস্থা দু’টি। উল্লেখ্য, সম্প্রতি নগদেও ভাড়া মেটানোর বন্দোবস্ত করেছে উবের। এ দিকে, কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি রাষ্ট্রীয় রাজধানী অঞ্চল ও হায়দরাবাদে এই ট্যাক্সির যাত্রীরা এখন থেকে বিনামূল্যে এয়ারটেলের ফোর-জি ইন্টারনেট পরিষেবা পাবেন। উবের কর্তৃপক্ষ জানিয়েছেন, মুম্বইয়ে প্রথম এই সুবিধা চালু হয়। তা এ বার ওই শহরগুলিতেও সম্প্রসারিত হল।