ব্যবসা সম্প্রসারণে এ বার ভারতকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে টুইটার। সেই লক্ষ্যে এ দেশেই প্রথম নিজেদের টুইটার লাইট অ্যাপ পরিষেবা আনল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। ইন্টারনেটের গতি কম থাকলেও যাতে অ্যাপ ব্যবহার করা যায়, সে জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছে তারা।
সংস্থার দাবি, এই নতুন অ্যাপে ৭০% ডেটা কম ব্যবহার হবে এবং ৩০% বেশি দ্রুত চলবে। ব্যবহার করা যাবে মোট ৪২টি ভাষায়। যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি-সহ ছ’টি ভারতীয় ভাষাও। প্রসঙ্গত, এখন সারা বিশ্বে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ৩১.৯ কোটি। আর সংস্থার ব্যবসার নিরিখে ভারত রয়েছে প্রথম পাঁচে।
এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টুইটারের এমডি মায়া হরি জানান, ভারতে তাদের ব্যবসা ক্রমশই বাড়ছে। মূলত জোর দেওয়া হচ্ছে খেলা, বিনোদন, সরকারি পরিষেবা এবং খবরের মতো পরিষেবার উপর। আর এ কথা মাথায় রেখে এখানে নিয়োগও বাড়াচ্ছে সংস্থা।
গত কয়েক বছরে টুইটার ছেড়েছেন বেশ কয়েক জন উচ্চপদস্থ কর্তা। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে নথিভুক্তির পরে পড়েছে তাদের শেয়ার দর। এ সবের মধ্যেই ফেসবুক, হোয়াটসঅ্যাপের সঙ্গে প্রতিযোগিতায় এগোতে চাইছে টুইটার। আগামী দিনে বিজ্ঞাপনদাতাদের সঙ্গে ব্যবহারকারীর যোগাযোগ ঘটিয়েই ব্যবসা বাড়াতে চায় সংস্থা। আর সে ক্ষেত্রে তাদের হাতিয়ার ভারতের বিপুল জনসংখ্যা।