ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
ইউরোপের ওয়াইন, কনিয়্যাক ব্র্যান্ডি এবং অন্যান্য মদের উপরে ২০০% আমদানি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলে প্রশ্ন উঠে গেল, বিশ্ব বাণিজ্যের দরজা আর কতটা বন্ধ করতে চায় আমেরিকা!
আমেরিকা ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে তাদের বাজারে ঢোকা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপরে ২৫% হারে শুল্ক চাপিয়েছে। বাদ পড়েনি ইউরোপীয় ইউনিয়ন-ও (ইইউ)। তার পরেই ইইউ জানিয়েছে, তারাও পরের মাস থেকে আমেরিকার হুইস্কি এবং অন্যান্য পণ্যের উপরে পাল্টা শুল্ক কার্যকর করবে। তার প্রেক্ষিতেই আমেরিকার প্রেসিডেন্টের স্পষ্ট বার্তা, অন্যান্য দেশ যত বার তাঁদের পণ্যে শুল্ক চাপাবে, তত বারই ‘প্রত্যাঘাত’ করবেন তিনি। ফলে ইইউ তাদের ঘোষণা কার্যকর করলে তাদের মদের উপরেও শুল্ক কার্যকর হবে। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, এই ‘শুল্ক এবং পাল্টা শুল্কের’ লড়াই কী ভাবে শেষ হবে তা এখনও স্পষ্ট নয়। তবে এই দোলাচলের মধ্যে বিশ্ব অর্থনীতির শ্লথ হওয়ার আশঙ্কা বাড়ছে। আমেরিকায় বৃহত্তম অ্যালুমিনিয়াম সরবরাহকারী কানাডা। তারাও ট্রাম্প-শুল্কের পাল্টা পদক্ষেপ করেছে। দ্বারস্থ হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও)। এরই মধ্যে কানাডার অর্থমন্ত্রীর সঙ্গে আমেরিকার বাণিজ্য সচিবের বৈঠক হওয়ার কথা। তবে তা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ দানা পাকাচ্ছে।
এরই মধ্যে রাষ্ট্রপুঞ্জ এক রিপোর্টে জানিয়েছে, ২০২৪ সালে বিশ্ব বাণিজ্যের বহর ১.২ লক্ষ কোটি ডলার বেড়ে ৩৩ লক্ষ কোটি ডলারে পৌঁছেছে। শেষ ত্রৈমাসিকে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ভারত ও চিনের মতো দেশের বাণিজ্য। তবে শুল্ক যুদ্ধের প্রভাব এই বৃদ্ধির উপরে কতটা প্রভাব ফেলে সে দিকে লক্ষ্য রাখতে হবে বলে মত সংশ্লিষ্ট মহলের।