—প্রতিনিধিত্বমূলক ছবি।
সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, ভারতীয়দের বিদেশ ভ্রমণের খরচ ৭ লক্ষ টাকার মধ্যে থাকলে টিসিএস (উৎসে সংগৃহীত কর) ৫ শতাংশে অপরিবর্তিতই থাকবে। খরচ তার বেশি হলে কর গুনতে হবে ২০%। তবে সেই পরিকল্পনা কার্যকর হবে ১ অক্টোবর থেকে। বর্ধিত কর থেকে আপাতত স্বস্তির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের পর্যটন শিল্পমহল। যদিও তাদের সংগঠন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্স (আইএটিও) ফের করের হার ২.৫ শতাংশে নামানোর দাবি তুলেছে। একাংশের বক্তব্য, এ বার অন্তত এই দাবি আদায়ের জন্য দরাদরি করতে মাস তিনেক সময় পাওয়া গেল হাতে।
পর্যটন শিল্প সূত্র বলছে, বিদেশে ঘোরার প্যাকেজ-মূল্যে উপরে এখন ৫% টিসিএস কাটা হয়। পর্যটকের হয়ে সেই কর জমা দেয় সংশ্লিষ্ট পর্যটন সংস্থা। তবে আয়কর আইন অনুযায়ী শর্ত সাপেক্ষে সেই কর ফেরতের (রিফান্ড) সুযোগও থাকে পর্যটকের। কিন্তু যত দিন ওই টাকা পর্যটকের হাতে আসছে, আখেরে তা আটকে থাকারই শামিল। খরচ ৭ লক্ষ টাকার বেশি হলে কেন্দ্র জুলাই থেকে ২০% হারে কর চাপানোর প্রস্তাব দেয়। তা-ই তিন মাস পিছিয়ে গেল।
আইএটিও-র প্রেসিডেন্ট রাজীব মেহরা এবং ফেডারেশন অব অ্যাসোসিয়েশনস ইন ইন্ডিয়ান ট্যুরিজ়ম অ্যান্ড হসপিটালিটির ভাইস চেয়ারপার্সন জ্যোতি ময়াল বলেছেন, কেন্দ্রের সিদ্ধান্ত সাময়িক হলেও স্বস্তিদায়ক। তবে রাজীব ওই করের হার কমানোর পুরনো দাবির কথা মনে করিয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, তা ২.৫ শতাংশে নামানো উচিত।