আফ্রিকার বাজারে ভিডল ব্র্যান্ডের লুব্রিক্যান্টের ব্যবসা আরও বাড়াতে চায় টাইডওয়াটার অয়েল। অ্যান্ড্রু ইয়ুল-এর শাখা সংস্থাটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় পা রেখেছে। সংস্থার চেয়ারম্যান কল্লোল দত্ত জানিয়েছেন, দুবাই থেকে এখন দক্ষিণ আফ্রিকায় ভিডল লুব্রিক্যান্ট এনে বিক্রি করা হয়। আগামী দিনে তাঁরা আফ্রিকার অন্যান্য দেশের বাজারও ধরতে আগ্রহী। উল্লেখ্য, ইউরোপ, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা এবং পশ্চিম এশিয়াতেও ভিডল লুব্রিক্যান্ট বিক্রি করে সংস্থা।
গত অর্থবর্ষে ভাল ব্যবসা করার সুবাদে সংস্থাটির পরিচালন পর্ষদ সাধারণ শেয়ারে আরও ২,৫০০% ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। গত ১ ডিসেম্বর অবশ্য ১,০০০% অন্তর্বর্তী ডিভিডেন্ড দেওয়ার কথা জানিয়েছিল তারা। গত অর্থবর্ষে সংস্থা ১২০৭.২৮ কোটি টাকার ব্যবসা করেছে, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। কর দেওয়ার আগে মুনাফা হয়েছে ২৪৩.৪১ কোটি টাকা।