Printing

WBMPA: লাগাতার দাম বাড়ছে কাঁচামালের, ছাপার খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিল ডব্লুবিএমপিএ

ছাপার খরচ প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ০০:০১
Share:

ফাইল চিত্র।

কাঁচামালের মূল্যবৃদ্ধির জন্য ছাপার খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিল ছাপাখানা মালিকদের সংগঠন পশ্চিমবঙ্গ মাস্টার প্রিন্টার্স অ্যাসোশিয়েশন (ডব্লুবিএমপিএ)। ছাপার খরচ প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে।

Advertisement

গত এক বছর ধরে কাঁচামালের দাম প্রায় নিয়মিত বাড়ছে। ছাপার কালি, রসায়নিক-সহ অন্যান্য কাঁচামালের দাম গত দু’বছরে প্রায় ৬০ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতিতে সংগঠনটি তার সদস্যদের নিয়ে একটি বৈঠকে বসে। সেই বৈঠকেই এই দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সংগঠনটি ওই বিবৃতিতে জানিয়েছে, লাগাতার মূল্যবৃদ্ধির কারণে তারা বাধ্য হচ্ছে ছাপার খরচ ২৫ থেকে ৩০ শতাংশ বাড়াতে। এই সিদ্ধান্ত না নিলে তাদের পক্ষে ব্যবসা চালানো কঠিন হয়ে যাচ্ছিল বলে সংগঠনটি জানিয়েছে।

Advertisement

১৯৩৬ সালে রাজ্যে ছাপাখানার মালিকদের সংগঠন পশ্চিমবঙ্গ মাস্টার প্রিন্টার্স অ্যাসোশিয়েশন তৈরি হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement