২০২২ সালে সেনসেক্স বেড়েছে ৪.৪৪%। পয়েন্টের হিসাবে নিট ২৫৮৬.৯২। লগ্নিকারীরা ঘরে তুলেছেন ১৬.৩৮ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। প্রতীকী ছবি।
চলতি বছরের শেষ শেয়ার লেনদেন হল শুক্রবার। সোমবার বাজার খুলবে নতুন বছর, ২০২৩-এ পা দিয়ে। তার আগে লগ্নিকারীরা ফিরে দেখলেন বছরভরের উত্থান-পতন। যেখানে নিট হিসাবে সেনসেক্স বেড়েছে ৪.৪৪%। পয়েন্টের হিসাবে নিট ২৫৮৬.৯২। লগ্নিকারীরা ঘরে তুলেছেন ১৬.৩৮ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। নিফ্টি-র উত্থান মোট ৭৫১.২৫ পয়েন্ট বা ৪.৩২%। শুধু তা-ই নয়, সেনসেক্স পা রেখেছে তার ৬৩,৫৮৩.০৭ পয়েন্টের সর্বোচ্চ শিখরে।
অন্য দিকে, উল্টো পথে হেঁটেছে ডলারের সাপেক্ষে টাকার দাম। সব থেকে তলানি ছুঁয়ে এসেছে। অর্থনীতির উদ্বেগ বাড়িয়ে ২০২২ জুড়ে ১১.২০% খুইয়ে বসেছে। ৮৩২ পয়সা উঠেছে ডলার।
সংশ্লিষ্ট মহলের মতে, বিশ্ব বাজারে নাগাড়ে সঙ্কট চেপে বসলেও ভারতীয় সূচক উত্থানেই বছর কাটাল। তবে একাংশ মনে করাচ্ছে, করোনার মধ্যে ২০২১ সালে ১০,৫০২.৪৯ পয়েন্ট (২১.৯৯%) উঠেছিল সেনসেক্স। তার তুলনায় এ বছর নিষ্প্রভ।
বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, “কোভিডের সময় থেকেই আমেরিকা-সহ বিশ্বের বহু দেশ বাজারে চাহিদা বজায় রাখতে মানুষের হাতে লাগাতার নগদের জোগান বাড়িয়েছে। তারই একটা বড় অংশ ভারতের বাজারে ঢুকেছে। দেশে সরকারি খরচ বেড়েছে। আশা, এ বার বেসরকারি পুঁজিও আসতে শুরু করবে। তখন সূচক আরও চাঙ্গা হবে। বহু লগ্নিকারী সেই আশাতেই টাকা ঢালছেন। যা সূচককে ঠেলে তুলছে।’’