Purchasing Managers' Index

পরিষেবা বৃদ্ধি সাড়ে তেরো বছরে সর্বোচ্চ

এইচএসবিসি ইন্ডিয়ার পিএমআই সূচক তৈরি করেছে এসঅ্যান্ডপি গ্লোবাল। পরিষেবা ব্যবসার পরিস্থিতি বুঝতে সমীক্ষায় শামিল ছিল ৪০০টি সংস্থা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ০৭:৫৭
Share:

—প্রতীকী ছবি।

বহু দিন ধরেই চাঙ্গা ভারতের পরিষেবা ক্ষেত্র। গত মাসে তার সূচক পারচেজ়িং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) পৌঁছল সাড়ে তেরো বছরেরও বেশি সময়ের মধ্যে সব থেকে উঁচুতে। এই এইচএসবিসি ইন্ডিয়া সার্ভিসেস বিজ়নেস অ্যাক্টিভিটি ইনডেক্স ছুঁল ৬১.২। ফেব্রুয়ারিতে ছিল ৬০.৬। সূচকটির ৫০ ছাড়ানোর অর্থ ব্যবসার বৃদ্ধি। ৫০-এর নীচে নামলে সঙ্কোচন। সমীক্ষা বলেছে, মাথা তোলার কারণ মজবুত চাহিদা। যা বিক্রি এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে জ্বালানি জুগিয়েছে। তবে সেখানে দাম বৃদ্ধির কথাও বলা হয়েছে। দাবি, পরিষেবা ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় কাঁচামাল বা উপাদানের খাতে খরচ যেমন দ্রুত বেড়েছে, তেমনই গতিতে চড়া হয়েছে পরিষেবার দাম। যা আখেরে আমজনতারই বোঝা বাড়িয়েছে। কিন্তু তার পরেও চাহিদা কমেনি।

Advertisement

এইচএসবিসি ইন্ডিয়ার পিএমআই সূচক তৈরি করেছে এসঅ্যান্ডপি গ্লোবাল। পরিষেবা ব্যবসার পরিস্থিতি বুঝতে সমীক্ষায় শামিল ছিল ৪০০টি সংস্থা। এইচএসবিসি-র অর্থনীতিবিদ আইনেস ল্যাম বলেন, পোক্ত চাহিদার হাত ধরে বিক্রি এবং ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়ায় গত বছরের অগস্ট থেকে পরিষেবা প্রদানকারীরা দ্রুত গতিতে কর্মী নিয়োগও করছে। যাতে উৎপাদন ক্ষমতা বাড়ে। মার্চে উৎপাদনের পিএমআই সূচক-ও ছিল ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

সমীক্ষায় প্রকাশ, মার্চে পরিষেবা সংক্রান্ত নতুন বরাতের জোয়ার এসেছিল। ২০১০-এর জুনের পরে অন্যতম সেরা। সব থেকে বেশি এসেছে আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement