Gold Price

বাড়তে বাড়তে সোনা ৯৪৫০২! পয়লা বৈশাখের আগে কি কমবে দাম?

বহু লগ্নিকারী তড়িঘড়ি হাতের শেয়ার বিক্রি করে সেই টাকা ঢাললেন সুরক্ষিত হিসেবে গণ্য হওয়া বিনিয়োগ সোনায়। ফলে নতুন নজির গড়ে তার দাম পৌঁছে গেল ৯২ হাজারের কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ০৮:১০
Share:

দামি হয়েছে গয়নার সোনা। —প্রতীকী চিত্র।

আমেরিকার পাল্টা শুল্ক নিয়ে আশঙ্কায় কেঁপে উঠল বাজার। মঙ্গলবার এক ধাক্কায় ১০০০ পয়েন্টের বেশি ধস নামল সূচক সেনসেক্সে। বহু লগ্নিকারী তড়িঘড়ি হাতের শেয়ার বিক্রি করে সেই টাকা ঢাললেন সুরক্ষিত হিসেবে গণ্য হওয়া বিনিয়োগ সোনায়। ফলে নতুন নজির গড়ে তার দাম পৌঁছে গেল ৯২ হাজারের কাছে। কর নিয়ে ৯৪ হাজারের উপরে।

Advertisement

এ দিন পাকা সোনার (১০ গ্রাম ২৪ ক্যারাট) দাম এই প্রথম ছুঁয়েছে ৯১,৭৫০ টাকা। কর যোগ করে ৯৪,৫০২.৫০। দামি হয়েছে গয়নার সোনা। ক্রেতাকে দিতে হয়েছে ১০ গ্রামে (২২ ক্যারাট) ৮৯,৮১৬ টাকা। বিকল্প হিসেবে রুপো পছন্দ করলেও ধাক্কা কেজিতে লাখ খানেকের বেশি।

রাখালচন্দ্র দে জুয়েলার্সের ডিরেক্টর নবীন কুমার চন্দ্রের দাবি, বিশ্ব বাজারের আর্থিক অনিশ্চয়তা সোনার দাম বৃদ্ধির জন্য দায়ী। সাধারণ মানুষ শেয়ার বাজারে না গিয়ে সোনায় পুঁজি ঢালছেন। ফলে তার চাহিদা বাড়ছে। টাকার সাপেক্ষে ডলারের দাম বৃদ্ধিও সোনা চড়ার অন্যতম কারণ। গয়নার ব্যবসায় মধ্যবিত্তের কেনাকাটা জরুরি। তাঁরাই এখন মুখ ফিরিয়ে। দৈনন্দিন প্রয়োজন থেকে চিকিৎসার খরচ এত বেড়ে গিয়েছে যে, তাঁদের সোনা কেনার মতো টাকা থাকছে না। ফলে ছোট ও মাঝারি গয়নার দোকানগুলি সমস্যায় পড়েছে। অঙ্কুরহাটি জুয়েলারি পার্কের প্রেসিডেন্ট অশোক বেঙ্গানী অবশ্য মনে করেন, দাম পয়লা বৈশাখের আগেই ৬-৭ শতাংশ কমবে।

Advertisement

অন্য দিকে, শেয়ার সূচক সেনসেক্স এ দিন ১৩৯০.৪১ পয়েন্ট হারিয়ে ফের নেমেছে ৭৬,০২৪.৫১ অঙ্কে। তার আওতায় থাকা বেশির ভাগ সংস্থার শেয়ারের দাম পড়ে গিয়েছে। বিদেশি লগ্নি সংস্থাগুলি শেয়ার বেচেছে। বিএসই-র লগ্নিকারীদের শেয়ার সম্পদ ৩.৪৪ লক্ষ কোটি টাকা কমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement