Aadhar Card

আধার যাচাই

যাঁদের আধার ১০ বছর গিয়েছে, তাঁদের সেই সংক্রান্ত তথ্য নতুন করে যাচাই বা সংযোজন করতে বলেছিলেন কর্তৃপক্ষ। কারও তথ্যের পরিবর্তন না হলেও ফের তা আপডেট করতে বলা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ০৮:৩৯
Share:

—প্রতীকী চিত্র।

‘মাইআধার’ পোর্টালের মাধ্যমে নিখরচায় আধারে তথ্য সংযোজন বা যাচাইয়ের (আপডেট) মেয়াদ তিন মাস বাড়ল। ১৪ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত ওই সুবিধা চালু ছিল। সম্প্রতি আধার কর্তৃপক্ষ জানিয়েছেন, তাতে ভাল সাড়া মেলায় পোর্টাল মারফত নিখরচায় তথ্য আপডেট করার মেয়াদ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

Advertisement

যাঁদের আধার ১০ বছর গিয়েছে, তাঁদের সেই সংক্রান্ত তথ্য নতুন করে যাচাই বা সংযোজন করতে বলেছিলেন কর্তৃপক্ষ। কারও তথ্যের পরিবর্তন না হলেও ফের তা আপডেট করতে বলা হয়। সাধারণ ভাবে আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে বা মাইআধার পোর্টালে সেই প্রক্রিয়ার জন্য নিয়মমাফিক খরচ বহন করতে হয়। কিন্তু পরিষেবা কেন্দ্রে খরচের নিয়ম চালু থাকলেও পোর্টালের মাধ্যমে আপডেট করার ক্ষেত্রে তা তিন মাস মকুব করা হয়। এ বার সেই মেয়াদ বাড়ানো হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement