বৃদ্ধি কমার প্রভাব এড়াল বাজার

চলতি অর্থবর্ষের এপ্রিল-জুনে বৃদ্ধি দাঁড়িয়েছে ৫.৭%। অনেকেরই আশঙ্কা ছিল, এর বিরূপ প্রভাব বাজারে পড়বে। উল্টে এ দিন দু’টি প্রধান শেয়ার সূচকই বেড়েছে। কেন বাড়ল বাজার?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৪০
Share:

দেশের আর্থিক বৃদ্ধি কমার খবরকে উপেক্ষা করে বাড়ল শেয়ার বাজার। শুক্রবার সেনসেক্স ১৬১.৭৪ পয়েন্ট বেড়ে থামে ৩১,৮৯২.২৩ অঙ্কে।

Advertisement

নিফ্‌টিও বেড়েছে ৫৬.৫০ পয়েন্ট।

চলতি অর্থবর্ষের এপ্রিল-জুনে বৃদ্ধি দাঁড়িয়েছে ৫.৭%। অনেকেরই আশঙ্কা ছিল, এর বিরূপ প্রভাব বাজারে পড়বে। উল্টে এ দিন দু’টি প্রধান শেয়ার সূচকই বেড়েছে। কেন বাড়ল বাজার? বিশেষজ্ঞদের মতে—

Advertisement

দেশে কল-কারখানার উৎপাদন অগস্টে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে আইএইচএস মার্কিটের সমীক্ষা। জিএসটি ঘিরে অনিশ্চয়তায় জুলাইয়ে তা কমবে বলে পূর্বাভাস দেয় তারা

অগস্টে গাড়ি বিক্রিও বাড়ায় উৎসাহিত লগ্নিকারীরা

দেশের বর্তমান আর্থিক অবস্থায় লগ্নি
করে মুনাফার ক্ষেত্র হিসাবে বাজার ছাড়া অন্য রাস্তা প্রায় বন্ধের মুখে

প্রবীণ বাজার বিশেষজ্ঞ অজিত দে বলেন, ‘‘ব্যাঙ্ক জমায় সুদ যে-ভাবে কমেছে, তাতে বাজারের দিকেই এখন ছুটছেন মানুষ।’’ সূত্রের খবর, ফলে বেড়েছে শেয়ারে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির লগ্নিও। মিরে অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও স্বরূপ মোহান্তি বলেন, ‘‘নোট নাকচ ও জিএসটি-র জেরে বৃদ্ধি যে ধাক্কা খেতে পারে, তা বাজার ধরেই নিয়েছিল। ফলে এ দিন বৃদ্ধি কমার জের পড়েনি বাজারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement