—প্রতীকী চিত্র।
সম্প্রতি অড়হর এবং মটর ডাল মজুতের সীমা বেঁধেছে সরকার। সোমবার বাঁধল গমের। কারণ, মজুতদারি রুখে বাজারে তার জোগান ঠিক রাখা এবং দামকে চড়তে না দেওয়া। কেন্দ্র জানিয়েছে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা, গম প্রক্রিয়াকরণে যুক্ত সমস্ত সংস্থা এবং ব্যক্তির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর থাকবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। গম রফতানিতে নিষেধাজ্ঞা তোলার প্রস্তাবও এ দিন খারিজ করেছে তারা।
খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি যে আমজনতার ক্ষোভ বাড়াচ্ছে, লোকসভা ভোটের ফলে তা টের পেয়েছে মোদী সরকার। এই অবস্থায় কেন্দ্রের নির্দেশ, ব্যবসায়ী ও পাইকারি বিক্রেতারা সর্বোচ্চ ৩০০০ টন গম মজুত রাখতে পারবেন, খুচরো বিক্রেতারা পারবেন প্রতি বিপণিতে ১০ টন। বড় রিটেল চেনগুলিও বিপণিতে ১০ টন এবং গুদামে ৩০০০ টন রাখতে পারবে। প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত সংস্থাগুলি মাসে ক্ষমতার ৭০% গম মজুত করতে পারবে এবং চলতি অর্থবর্ষের বাকি মাসগুলিতে তা প্রযোজ্য হবে। বাড়তি মজুত থাকলে সকলকে ৩০ দিনের মধ্যে তা নির্ধারিত সীমার মধ্যে নামাতে হবে। প্রতি সপ্তাহে মজুতের পরিমাণ জানাতে হবে সরকারি পোর্টালে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে