Business News

দামি হচ্ছে মোবাইল ফোনের ইউএসবি কেবল

মোবাইল চার্জ দেওয়া নিয়ে সজাগ থাকতেই হয় ব্যবহারকারীদের। টেকস্যাভিদের জন্য এ বার দুঃসংবাদ! কারণ মোবাইলকে সচল রাখা এখন আরও দামি হতে চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ১৬:৩০
Share:

পকেটের মোবাইলটি ‘জ্যান্ত’ না থাকলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় সকলকেই। তাই মোবাইল চার্জ দেওয়া নিয়ে সজাগ থাকতেই হয় ব্যবহারকারীদের। কিন্তু টেকস্যাভিদের জন্য এ বার দুঃসংবাদ! কারণ মোবাইলকে সচল রাখা এখন আরও দামি হতে চলেছে। মোবাইল চার্জ দিতে যে বিদেশি ইউএসবি কেবলটি ব্যবহার করেন আপনি, এ বার দাম বাড়ছে তার। পাশাপাশি দাম বাড়ছে টিভি-ল্যাপটপ-কম্পিউটার-ট্যাবলেটের সমস্ত বিদেশি ইউএসবি কেবলেরই। সংবাদ সংস্থা সূত্রে খবর, আমদানিকৃত ইউএসবি পোর্টের উপর ১০ শতাংশ আমদানি শুল্ক বসাতে চলেছে কেন্দ্রীয় রাজস্ব দফতর।

Advertisement

সম্প্রতি রাজস্ব দফতরের তরফে রাজ্যগুলিকে শুল্ক দফতরের একটি নোটিস পাঠানো হয়েছে। তাতে মোবাইলের আমদানিকৃত স্ট্যাটিক কনভার্টার, স্বয়ংক্রিয় ডেটা প্রসেসিং মেশিনকে অতিরিক্ত শুল্কের আওতায় আনা হয়েছে। ফলে আরও দামি হবে ইউএসবি। ইন্ডিয়ান সেলুলার অ্যাসোসিয়েশনের জাতীয় স্তরের সভাপতি পঙ্কজ মহিন্দ্র জানান, ভারতে মোবাইল ও মোবাইলের সরঞ্জাম প্রস্তুতির উপর জোর দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। এই কারণেই সরকার শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement