Tea Board

বেসরকারি উদ্যোগে নিলাম চান কর্তা

বেজবড়ুয়া বলেন, এখন ছ’টি নিলাম কেন্দ্র পরিচালনা করে বোর্ড। প্রত্যেকটিই চলে ভর্তুকিতে। 

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৫৮
Share:

প্রতীকী ছবি

চা নিলামের প্রক্রিয়া থেকে টি বোর্ডের নিজেকে সরিয়ে নেওয়া উচিত বলে মনে করেন বোর্ডের চেয়ারম্যান পি কে বেজবড়ুয়া। তাঁর মতে, বেসরকারি সংস্থার হাতে ওই দায়িত্ব তুলে দিয়ে নিলাম প্রক্রিয়াকে প্রতিযোগিতামূলক করা হোক। টি বোর্ড নিজেদের সীমাবদ্ধ রাখুক সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলির পরিকাঠামো ও আর্থিক অবস্থা পরীক্ষা ও লাইসেন্স দেওয়ার কাজে। এখনকার ব্যবস্থায় উৎপাদনকারী ও চাষিরা ভাল দাম পাচ্ছেন না বলে তাঁর দাবি। চেয়ারম্যান জানান, এখন উৎপাদিত চায়ের ৫০% নিলাম করতে হয়। কিন্তু নিলাম ব্যবস্থায় তার যে দাম ওঠে, সেই তুলনায় বাইরে সেই চা দাম পায় বেশি।

Advertisement

বেজবড়ুয়া বলেন, এখন ছ’টি নিলাম কেন্দ্র পরিচালনা করে বোর্ড। প্রত্যেকটিই চলে ভর্তুকিতে। বোর্ডই সফ্‌টওয়্যার দেয়। তাঁর প্রশ্ন, চা শিল্পের সঙ্গে জড়িতেরা যদি এই ব্যবস্থায় উপকৃত না-হয়, তা হলে ভর্তুকি দিয়ে লাভ কী? তিনি বলেন, ‘‘নিলাম প্রক্রিয়া থেকে টি বোর্ডের নিজেদের সরিয়ে নেওয়ার এটাই ঠিক সময়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement