কলিঙ্গনগরে উৎপাদন ক্ষমতা বাড়ানোর পথে টাটা স্টিল

টাটা স্টিল তাদের ওড়িশার কলিঙ্গনগর ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার কলকাতায় বণিকসভা সিআইআইয়ের এক সভা শেষে এ কথা জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর টি ভি নরেন্দ্রন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ০২:২৩
Share:

টাটা স্টিল তাদের ওড়িশার কলিঙ্গনগর ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার কলকাতায় বণিকসভা সিআইআইয়ের এক সভা শেষে এ কথা জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর টি ভি নরেন্দ্রন।

Advertisement

বর্তমানে কলিঙ্গনগর কারখানার উৎপাদন ক্ষমতা বছরে ৩০ লক্ষ টন। সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ হলে তা বেড়ে হবে ৮০ লক্ষ টন। খুব শীঘ্রই সম্প্রসারণের প্রস্তাবটি টাটা স্টিলের পরিচালন পর্ষদের বৈঠকে পেশ করা হবে বলে নরেন্দ্রন জানিয়েছেন।

২০১৫ সাল সারা বিশ্বেই ইস্পাত শিল্পের খুব খারাপ সময় গিয়েছে। ভারতের বাজারেরও একই অবস্থা ছিল। ২০১৬ সালের প্রথম দিকেও একই চিত্র দেখেছে ইস্পাত শিল্পমহল। তার সঙ্গে বেড়েছিল কাঁচামালের দামও। তবে জুলাই মাসের পর থেকে ইস্পাত শিল্পের বাজার খানিকটা ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি নরেন্দ্রনের। তিনি জানান, কাঁচামালের দামের সঙ্গে এখন উৎপাদিত ইস্পাতের দামের বিশেষ ফারাক নেই। ফলে এটাই বিনিয়োগের সঠিক সময় বলে তিনি মনে করছেন। যে কারণে আগামী ছ’-সাত মাসের মধ্যে পরিচালন পর্ষদের কাছে সম্প্রসারণের প্রস্তাবটি পেশ করা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে।

Advertisement

প্রস্তাবটি পাশ হলে তিন-চার বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে ফেলা হবে। তবে এই খাতে কত টাকা বিনিয়োগ হবে, সে প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement