ব্রেক্সিটের ফলাফল শেষ পর্যন্ত কী হতে পারে, তা খতিয়ে না দেখে ব্রিটেনের ইস্পাত ব্যবসা বেচতে চাইছে না টাটারা। এ কথা জানিয়ে এখানকার এক সংবাদ মাধ্যমের দাবি, তাই পোর্ট ট্যালবট-সহ সে দেশের কারখানাগুলি বিক্রির প্রক্রিয়া এখন সম্ভবত স্থগিতই রাখতে চলেছে টাটা স্টিল। তা ছাড়া, বিশ্ব বাজারে আচমকাই কিছুটা বেড়েছে ইস্পাতের দাম। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এতে লোকসান কম গুনতে হচ্ছে তাদের। ফলে চাপও খানিকটা হালকা হয়েছে। উল্লেখ্য, টাটা গোষ্ঠী ব্রিটেনের ইস্পাত ব্যবসা নিজেদের হাতে রেখে দেওয়ার দিকে ঝুঁকছে বলেও এর আগে খবর দিয়েছিল একটি সূত্র।
ওই সূত্রের দাবি, ব্রিটেন ইউরোপীয় অঞ্চল থেকে বেরোনোর পক্ষে রায় দেওয়ায় যে-অনিশ্চয়তা দানা বেঁধেছে, তা-ই ভাবাচ্ছে টাটাদের। এর প্রভাব খতিয়ে দেখা পর্যন্ত বিক্রি প্রক্রিয়া বন্ধ রাখবে তারা। যদিও তা ওই সব কারাখানা কিনতে আগ্রহী দরদাতাদের ধাক্কা দিতে পারে। টাটাদের অবশ্য দাবি, ‘‘বিক্রির বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। এর সঙ্গে যুক্ত সকলেই গণভোটের জের বিবেচনা করবেন। ব্রিটেন-ব্যবসার ক্ষেত্রে যেটা সেরা সমাধান, সেই পথে হাঁটতে আমরা দায়বদ্ধ।’’