Supreme Court

স্পেকট্রাম বাতিলের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

তবে স্পেকট্রামের লাইসেন্স বাতিল হলে তা ডটের কাছে ফিরে যাবে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ০৫:৪১
Share:

স্পেকট্রাম নিয়ে হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট।

বকেয়া স্পেকট্রাম ও লাইসেন্স ফি (এজিআর) না-মেটালে সংশ্লিষ্ট সংস্থাকে বরাদ্দ করা স্পেকট্রামের লাইসেন্স বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

দেউলিয়া আইনে ঋণ পুনর্গঠন প্রক্রিয়ায় থাকা রিলায়্যান্স কমিউকেশন্স (আর-কম), এয়ারসেল, ভিডিয়োকন স্পেকট্রাম বিক্রি করতে বা অন্য সংস্থাকে দিতে (ট্রেডিং) পারে কি না এবং সে ক্ষেত্রে তাদের বকেয়া আদায়ের উপায় নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। সংশ্লিষ্ট বেঞ্চের বক্তব্য, কোনও সংস্থা অন্যের সম্পত্তির দায় না-নিতে তাদের বকেয়া মুছে ফেলতে পারে না। সেই ঝুঁকি থাকলে স্পেকট্রামের লাইসেন্স বাতিল করতে হবে টেলিকম দফতরকে (ডট)। বেঞ্চ বলেছে, স্পেকট্রাম ট্রেডিংয়ের নির্দেশিকা মাফিক, অন্যকে দেওয়ার আগে বিক্রেতাকে বকেয়া মেটাতে হবে। না-মেটালে, দায় ক্রেতার। তবে স্পেকট্রামের লাইসেন্স বাতিল হলে তা ডটের কাছে ফিরে যাবে। তারা তা নিলামে তুলবে বেশি দাম পেতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement