প্যারোলের মেয়াদ বাড়ল সহারা-কর্তার

সহারা কর্ণধার সুব্রত রায়কে কিছুটা স্বস্তি দিয়ে তাঁর প্যারোলে মুক্তির মেয়াদ ১১ জুলাই পর্যন্ত বাড়াল সুপ্রিম কোর্ট। যাতে ওই সময়ের মধ্যে ২০০ কোটি টাকা সেবির কাছে জমা দিতে পারেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০২:৪০
Share:

সহারা কর্ণধার সুব্রত রায়কে কিছুটা স্বস্তি দিয়ে তাঁর প্যারোলে মুক্তির মেয়াদ ১১ জুলাই পর্যন্ত বাড়াল সুপ্রিম কোর্ট। যাতে ওই সময়ের মধ্যে ২০০ কোটি টাকা সেবির কাছে জমা দিতে পারেন তিনি। বুধবার সর্বোচ্চ আদালত জানিয়েছে, তারা সুব্রতবাবুকে একটা সুযোগ দিয়ে দেখতে চাইছে তিনি ওই সময়সীমার মধ্যে ২০০ কোটি জমা দিতে পারেন কি না।’’ না-পারলে তাঁকে ফের তিহাড় জেলে ফিরতে হবে।

Advertisement

উল্লেখ্য, ২০১৪ সালের ৪ মার্চ থেকে তিহাড়ে বন্দি সহারা-কর্তা গত ৬ মে মায়ের শেষকৃত্যে যোগ দিতে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন। শীর্ষ আদালত তখন বলেছিল, জেলের বাইরে থাকাকালীন সহারার সম্পত্তির যোগ্য ক্রেতাদের সঙ্গে দেখাও করতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement