KYC

কেওয়াইসি বাধ্যতামূলক

রাজ্যে প্রায় ৪৭০০ প্যাক্স আছে। ২৮০০টি আমানত গ্রহণ করে। কর্তারা জানাচ্ছেন, গ্রামে এগুলি খুব জনপ্রিয়। কিন্তু সেখানে কেওয়াইসি-র ব‍্যবস্থা ছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ০৭:৩৪
Share:

রাজ্যে প্রায় ৪৭০০ প্যাক্স আছে। ২৮০০টি আমানত গ্রহণ করে। —প্রতীকী চিত্র।

আমানতের প্রশ্নে আগেই সমবায় ব্যাঙ্কগুলিকে নজরদারির আওতায় এনেছে রাজ‍্য। তাতে আমানতকারীদের তথ‍্য (কেওয়াইসি) বাধ‍্যতামূলক হয়েছে। এ বার তা কার্যকর করা হবে
প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিজ়-এও (প্যাক্স)। রাজ্যের সমবায় দফতর সূত্রের দাবি, গোটা ব‍্যবস্থাকে এক সূত্রে বাঁধতে এই পদক্ষেপ করা হবে।

Advertisement

রাজ্যে প্রায় ৪৭০০ প্যাক্স আছে। ২৮০০টি আমানত গ্রহণ করে। কর্তারা জানাচ্ছেন, গ্রামে এগুলি খুব জনপ্রিয়। কিন্তু সেখানে কেওয়াইসি-র ব‍্যবস্থা ছিল না। এ বার থেকে তা জমা করতে হবে সেখানে আমানতকারীদের। সূত্র জানাচ্ছে, প্রায় ৪১০০ প‍্যাক্সের পরিচালনা পুরো কম্পিউটার নির্ভর করা হচ্ছে। ফলে ভবিষ্যতে সেগুলির কাজে কাগজের নথি লাগবে না।

এখন জেলা সমবায় ব‍্যাঙ্কগুলিতে কোথায় কেমন আমানত জমা হচ্ছে, তাতে নজর রাখছে রাজ‍্য। বড় অঙ্ক বা সন্দেহজনক লেনদেনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সে দিক থেকে প‍্যাক্সে কেওআইসি বাধ্যতামূলক করাকে নিয়মমাফিক বলা হলেও, এর আলাদা তাৎপর্য রয়েছে বলে মত বিশ্লেষকদের একাংশের। অনেকে বলছেন, এই ব‍্যাঙ্কগুলি সরাসরি রিজ়ার্ভ ব্যাঙ্ক পরিচালিত নয়। সেখানে দায়িত্বপ্রাপ্তরা নির্বাচনের মাধ‍্যমে নিযুক্ত হন। ফলে রাজনৈতিক প্রভাবও থাকে।

Advertisement

সূত্রের খবর, ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ এগ্রিকালচার অ‍্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব‍্যাঙ্ক’-এ ইতিমধ্যেই চালু হয়েছে ‘আরটিজিএস’, ‘নেফ্‌ট’, ‘ইউপিআই’-এর মতো নেট লেনদেন। ১৭টি জেলা সমবায় ব্যাঙ্কে
কেওআইসি-র কাজ চলছে নাবার্ডের তত্ত্বাবধানে। ৪০টি শহুরে সমবায় ব্যাঙ্ক রয়েছে। তবে সেগুলি পরিচালিত হয় আরবিআইয়ের বিধি মেনেই। এ বার নজরদারির আওতায় এবং প্রযুক্তি নির্ভর হওয়ার পথে প্যাক্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement