বানতলায় জমি দেওয়া হলেও চর্মনগরীর দূষণের কারণে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিও এত দিন সমস্যায় পড়েছিল। —ফাইল চিত্র।
বানতলা চর্মনগরী থেকে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে রাজারহাটের বেঙ্গল সিলিকন ভ্যালিতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সংস্থাগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজটি যাতে সহজে করে ফেলা যায় তার জন্য বানতলার ট্যানারি সংস্থাগুলিকে পুরনো যাবতীয় মামলা তুলে নেওয়ার আর্জি জানিয়েছে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর।
সম্প্রতি দফতরের পক্ষ থেকে চর্মনগরীর ট্যানারি সমিতির কাছে এই সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, বাম আমলে বানতলা চর্মনগরীতে বেশ কিছু তথ্যপ্রযুক্তি সংস্থাকে জমি দেওয়া হয়। চর্মশিল্পের জায়গায় কেন তথ্যপ্রযুক্তি সংস্থাকে জমি দেওয়া হল সেই অভিযোগে ওই সময় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়।
তবে বানতলায় জমি দেওয়া হলেও চর্মনগরীর দূষণের কারণে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিও এত দিন সমস্যায় পড়েছিল বলে খবর।