লোকসান স্টেট ব্যাঙ্কের। —ফাইল চিত্র।
চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ৩৫% মুনাফা কমার কথা জানাল স্টেট ব্যাঙ্ক। শনিবার তারা বলেছে, অক্টোবর থেকে ডিসেম্বরে একক ভাবে তাদের লাভ হয়েছে ৯১৬৪ কোটি টাকা। গত বছরের এই সময়ে মুনাফা হয়েছিল ১৪,২০৫ কোটি। ব্যাঙ্কের কর্ণধার দীনেশ খারার দাবি, এককালীন ৭০০০ কোটি টাকার বেশি খরচ হওয়ার কারণেই মুনাফা এতটা কমেছে। সেই অর্থ ব্যবহার করা হয়েছে ১৭% বেতন ও পেনশন বৃদ্ধি খাতে। মোট আয় হয়েছে ১,১৮,১৯৩ কোটি টাকা। যা গত বছরের এই সময়ে ছিল ৯৮,০৮৪ কোটি। অনেকের বক্তব্য, সামগ্রিক ভাবেও এসবিআই গোষ্ঠীর নিট মুনাফা মাথা নামিয়েছে ২৯%। হয়েছে ১১,০৬৪ কোটি টাকা। তবে ঋণের সাপেক্ষে মোট এনপিএ৩.১৪% থেকে কমে হয়েছে ২.৪২%।