ছোট মহিলা উদ্যোগীদের ঋণ দিতে বিশেষ একটি প্রকল্প চালু করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকারের মুদ্রা যোজনার আওতায় এই প্রকল্পটি আনা হয়েছে। প্রকল্পে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণে বন্ধক হিসাবে কিছু রাখার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সুদের হারও তুলনায় কম হবে। সম্প্রতি ওই প্রকল্পে পশ্চিমবঙ্গে পোশাক তৈরি বা বুটিক ব্যবসায় যুক্ত ২০০ জন মহিলার হাতে ঋণ মঞ্জুরের নথি তুলে দেন স্টেট ব্যাঙ্কের চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য।