প্রতীকী ছবি।
প্রথম দফায় ক্ষমতায় আসার পর থেকেই দেশের প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট-সহ ডিজিটাল পরিষেবা পৌঁছনোর কথা বলে আসছে মোদী সরকার। দাবি করছে সেই কাজ দ্রুত এগোনোর। আর এখন তো ৪জি পেরিয়ে আরও দ্রুতগতির ৫জি প্রযুক্তির স্বপ্ন দেখাচ্ছে তারা। কিন্তু সে জন্য জরুরি পরিকাঠামো নির্মাণের গতি নিয়েই এ বার প্রশ্ন তুলল টেলিকম পরিকাঠামো শিল্প।
মঙ্গলবার টাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের (টাইপা) দাবি, প্রধানমন্ত্রীর ‘ভিশন’ অনুযায়ী, প্রতিটি গ্রামে ১০০০ দিনে অপটিক্যাল ফাইবার কেব্লের (ওএফসি) মাধ্যমে দ্রুতগতির ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছতে হলে তা পাতার কাজ প্রায় চারগুণ বাড়াতে হবে। এখন যা দিনে গড়ে ৩৫০ কিলোমিটার, তা হতে হবে প্রায় ১২৫১ কিমি। যার পথে বাধা অনেক। ফলে প্রশ্ন উঠছে, স্বপ্ন ফেরি আর বাস্তবের মধ্যে ফারাক থেকে যাচ্ছে নাকি?
টাইপার ডিরেক্টর জেনারেল টি আর দুয়া বলেন, ‘‘প্রতিটি গ্রামকে ১০০০ দিনের মধ্যে ওএফসি-তে জোড়ার কথা অগস্টে বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্য ছুঁতে এখন যে গতিতে ওএফসি পাতা হচ্ছে, তা ৩.৬ গুণ বাড়াতে হবে। ফাইবার-যুক্ত হলে ব্রডব্যান্ডের গতি ও মান বাড়বে।’’ তাঁদের হিসেবে, এখন পর্যন্ত ২৮ লক্ষ কিমি ওএফসি পাতা হয়েছে। অগস্ট পর্যন্ত ৩৪% টাওয়ার তার সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু করোনার কারণে যে হারে ডেটার ব্যবহার বাড়ছে, তাতে অন্তত ৭০% টাওয়ার যুক্ত হওয়া দরকার। কিন্তু চড়া খরচ, ছাড়পত্রে দেরির মতো বাধা দূর না-হলে সেটা কতটা সম্ভব, তা নিয়েই প্রশ্ন তুলছে শিল্প।
এর আগেও টাইপা বলেছিল, অধিকাংশ জায়গায় ফাইবার পাতায় ছাড়পত্রের সুষ্ঠু নীতি নেই। এ জন্য নেওয়া হয় বিপুল সরকারি ফি। যা বিভিন্ন স্থানে আলাদা। ফলে পরিকাঠামো তৈরি করতে না-পারলে ভাল পরিষেবা দেওয়া যাবে কী করে? এ বারও ঘুরপাক খাচ্ছে সেই একই প্রশ্ন।