ভারতী টেলিকমের ৭.৩৯% শেয়ার হাতে নিচ্ছে সিঙ্গাপুর টেলিকমিউনিকেশন্স (সিংটেল)। সিঙ্গাপুরের সরকারি লগ্নি সংস্থা টেমাসেক-এর হাতে থাকা ওই শেয়ার কিনতে নগদে ৪,৪০০ কোটি টাকারও বেশি ঢালা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে তারা। প্রসঙ্গত, মোবাইল পরিষেবা সংস্থা ভারতী এয়ারটেলের ৪৫.০৯% অংশীদারি রয়েছে মূল সংস্থা ভারতী টেলিকমের হাতে। আবার ভারতী টেলিকমের ৫১% মালিকানা মিত্তল পরিবারের। আর সংস্থার ৩৯% রয়েছে সিংটেলের হাতে। সেই অংশীদারিই বাড়ানোর পথে হাঁটতে চলেছে সিঙ্গাপুরের সরকারি মোবাইল পরিষেবা সংস্থাটি।