কেয়ার্ন ইন্ডিয়ার সংযুক্তিতে সায় বেদান্ত শেয়ারহোল্ডারদের

কেয়ার্ন ইন্ডিয়া এবং বেদান্ত লিমিটেডকে মেশাতে সায় দিল বেদান্ত রিসোর্সেসের শেয়ারহোল্ডাররা। তবে এখনও বিষয়টিতে অনুমোদন দেওয়া বাকি কেয়ার্ন ইন্ডিয়ার শেয়ারহোল্ডারদের।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৬
Share:

কেয়ার্ন ইন্ডিয়া এবং বেদান্ত লিমিটেডকে মেশাতে সায় দিল বেদান্ত রিসোর্সেসের শেয়ারহোল্ডাররা। তবে এখনও বিষয়টিতে অনুমোদন দেওয়া বাকি কেয়ার্ন ইন্ডিয়ার শেয়ারহোল্ডারদের। আগামী ১২ সেপ্টেম্বর সেই অনুমোদনের জন্য বৈঠক ডেকেছে সংস্থাটি। পাশাপাশি, বিষয়টি নিয়ে শেয়ারহোল্ডার এবং ঋণদাতাদের আলাদা সভা ডেকেছে বেদান্ত লিমিটেডও।

Advertisement

উল্লেখ্য, এর আগে জুলাইয়ে কেয়ার্ন ইন্ডিয়া হাতে নিতে নতুন প্রস্তাব দিয়েছে অনিল অগ্রবালের বেদান্ত রিসোর্সেস। যার হাত ধরে সংযুক্তিতে এলআইসি-র মতো সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের সায় পাওয়ার আশা করছে তারা। এই লেনদেনে তেল সংস্থা কেয়ার্নের শেয়ার-হোল্ডাররা হাতে থাকা প্রতিটি শেয়ারের জন্য পাবেন বেদান্তের একটি করে শেয়ার। উপরন্তু, ৪টি করে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার পাবেন তাঁরা, যার মূল দাম ১০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement