—প্রতীকী ছবি।
শেয়ার বাজারের দৌড় থামল। মঙ্গলবার ক্ষতির মুখে পড়ল সেনসেক্স এবং নিফটি। এ দিন সকাল থেকেই ক্ষতির মুখে পড়ে শেয়ার বাজার। পরে কিছুটা সামলে নিলেও, মোটের উপর সারা দিনই স্থবির ছিল সূচক। দিনের শেষে সোমবারের তুলনায় ১০৬.৯৮ পয়েন্ট নেমে সেনসেক্স শেষ করল ৬৫৮৪৬.৫০ পয়েন্টে। ২৬.৪৫ পয়েন্ট কমে ১৯,৫৭০.৮৫ পয়েন্টে শেষ করল নিফটি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সেক্টরগুলির তালিকায় সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) লাভের মুখ দেখেছে কনজিউমার ডিউরেবলস, ফিন্যান্স, ব্যাঙ্কেক্স। এর মধ্যে কনজিউমার ডিউরেবলস সেক্টরের লাভের পরিমাণ ০.৭১ শতাংশ। এনএসইতে এই তালিকায় রয়েছে সরকারি ব্যাঙ্ক, মিডিয়া, ফার্মা। অন্য দিকে, বিএসইতে ক্ষতির মুখে পড়েছে মেটাল, টেলিকম, ইউটিলিটি।
সংস্থাগুলির মধ্যে সপ্তাহের প্রথম দিনে সেনসেক্সে বাজিমাত করেছে টেক মহিন্দ্রা, উইপ্রো, বজাজ ফিন্যান্স। টেক মহিন্দ্রার লাভের পরিমাণ ১.৮২ শতাংশ। নিফটি ৫০-এ লাভের তালিকায় সবার উপরে হিরো মোটোকর্প। এ দিন তাদের লাভের পরিমাণ ৩.৮২ শতাংশ। অন্য দিকে, সেনসেক্সে মঙ্গলবার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে পাওয়ার গ্রিড, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, জেএসডব্লিউ স্টিল। সেনসেক্সে এই তিন সংস্থার বাজারদর কমেছে এক শতাংশের বেশি।