—প্রতীকী চিত্র।
শেয়ার মার্কেটের অপ্রতিরোধ্য গতি বজায় থাকল। বুধবারও লাভের মুখ দেখল সেনসেক্স, নিফটি। এ দিন সকাল থেকে ঊর্ধ্বমুখী থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই পতনের মুখে পড়ে সূচক। যদিও দুপুরের পর ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। দিনের শেষে ৩০২.৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬৭,০৯৭.৪৪ পয়েন্টে শেষ করল সেনসেক্স। এই নিয়ে ১৪ জুলাই থেকে টানা পাঁচ দিন লাভের মুখ দেখল সেনসেক্স। পাশাপাশি ৮৩.৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৯,৮৩৩.১৫ পয়েন্টে শেষ করেছে নিফটি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সেক্টরগুলির তালিকায় এ দিন টেক সেক্টর ছাড়া সব সেক্টরই লাভের মুখ দেখেছে। বুধবার বিএসইতে সর্বাধিক লাভের তালিকায় রয়েছে ইউটিলিটি, টেলিকম। এই দুই সংস্থারই লাভের পরিমাণ ১ শতাংশের বেশি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) সবচেয়ে ভাল ফল করেছে সরকারি ব্যাঙ্ক, যাদের লাভের পরিমাণ ১.৯৫ শতাংশ। এনএসইতে এর পরে রয়েছে মিডিয়া, মিডক্যাপ সিলেক্ট। এনএসইতে সামান্য ক্ষতির মুখে পড়েছে আইটি এবং অটো সেক্টর।
সংস্থাগুলির তালিকায় বুধবার সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে এনটিপিসি, বজাজ ফিন্যান্স, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। সব ক’টি সংস্থারই লাভের পরিমাণ ২ শতাংশের বেশি, এনটিপিসির বাজারদর বৃদ্ধি পেয়েছে ২.৮৬ শতাংশ। ক্ষতির তালিকায় সেনসেক্সে সবার উপরে টিসিএস, যাদের বাজারদর কমেছে ০.৮২ শতাংশ। টিসিএসের পরে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে ভারতী এয়ারটেল, মারুতি সুজ়ুকি, ইউনিলিভার, নেসলে।