Share Market

Share Market: তিন দিনে সূচক পড়ল ১৯১৩

বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে পড়ে চলেছে শেয়ার বাজার। শুক্রবার আরও প্রায় ৭৬৯ পয়েন্ট হারাল সেনসেক্স। তিন দিনের পতন প্রায় ২০০০ পয়েন্ট। উধাও হল লগ্নিকারীদের ৫.৫৯ লক্ষ কোটি টাকারও বেশি শেয়ার সম্পদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মুম্বই শেষ আপডেট: ০৫ মার্চ ২০২২ ০৭:৩৬
Share:

ফাইল চিত্র।

বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে পড়ে চলেছে শেয়ার বাজার। শুক্রবার আরও প্রায় ৭৬৯ পয়েন্ট হারাল সেনসেক্স। তিন দিনের পতন প্রায় ২০০০ পয়েন্ট। উধাও হল লগ্নিকারীদের ৫.৫৯ লক্ষ কোটি টাকারও বেশি শেয়ার সম্পদ। এ দিন এক সময় ১২০০ পড়ে সূচক নেমেছিল ৫৩ হাজারের ঘরে। পড়তি বাজারে লগ্নিকারীরা শেয়ার কেনায় একটু সামলে থিতু হয় ৫৪,৩৩৩.৮১ অঙ্কে। নিফ্‌টি থেমেছে ১৬,২৪৫.৩৫-এ। টাকার দামও দ্রুত পড়ছে। প্রায় এক বছরে এই প্রথম প্রতি ডলারের দাম ৭৬ টাকা ছাড়িয়েছে এ দিন। ২৩ পয়সা বেড়ে হয়েছে ৭৬.১৭ টাকা।

Advertisement

করোনার ক্ষত সারার আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে খাদের মুখে দাঁড় করিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের গবেষণা বিভাগের কর্তা বিনোদ নায়ারের দাবি, এ দিন বাড়তি উদ্বেগ তৈরি হয় ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্রে রাশিয়া আক্রমণ করেছে বলে খবর আসায়। প্রায় সব দেশের শেয়ার সূচক নামে। দেকো সিকিউরিটিজ়ের ডিরেক্টর আশিস নন্দী বলছেন, “একে যুদ্ধ, তার উপরে রাশিয়ায় বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা। এতে শুধু ভ্লাদিমির পুতিনের দেশের সমস্যা হবে না, আর্থিক সঙ্কটে পড়ছে আরও অনেক দেশ। বহু দেশ রাশিয়া থেকে অশোধিত তেল, গ্যাস, কয়লা ইত্যাদি আমদানি করে। নিষেধাজ্ঞায় সেগুলির সরবরাহ ব্যাহত হওয়ায় তাদের দাম বাড়ছে দ্রুত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement