ফাইল চিত্র
টাকা তোলায় ‘বেআইনি ভাবে’ বাধা দেওয়ার অভিযোগে টাটা সন্সকে আইনি নোটিস পাঠাল শাপুরজি পালোনজি গোষ্ঠী। টাটা সন্সের ১৮.৩৭% শেয়ার রয়েছে সাইরাস মিস্ত্রির গোষ্ঠীর হাতে। করোনা আবহে তার একাংশ কানাডার ব্রুকফিল্ডের কাছে বন্ধক রেখে টাকা তোলার পরিকল্পনা করেছিল তারা। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে টাটারা। সে প্রসঙ্গে এই নোটিস। তিন দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে টাটাদের। না-হলে মামলা করে ক্ষতিপূরণ দাবি করবে শাপুরজিরা।নোটিস গিয়েছে টাটা সন্সের পরিচালন পর্ষদের সদস্যদের কাছেও। স্বাধীন ডিরেক্টরদের কাছে জানতে চাওয়া হয়েছে এ ভাবে সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের আটকানোয় তাঁদের সায় রয়েছে কি না। শাপুরজি গোষ্ঠীর দাবি, শেয়ার বন্ধক রোখার চেষ্টা করে টাটা গোষ্ঠী সমস্যায় ফেলছে কর্মীদের। এতে ঝামেলায় পড়বে তাদের গ্রাহক ও ঋণদাতারা। টাটারা সুপ্রিম কোর্টকে ভুল বোঝানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। এ নিয়ে অবশ্য মন্তব্য করতে রাজি হয়নি টাটা সন্স।