ভারতে সূচক যে আন্তর্জাতিক শেয়ার বাজারের দিকে তাকিয়েই প্রধানত ওঠানামা করে, তার প্রমাণ ফের মিলল। দেশে মূল্যবৃদ্ধির হার কমার প্রভাবকে পাশে সরিয়ে রেখে বিশ্ব বাজারের পতনের জেরে ভারতে শেয়ার দর পড়ল মঙ্গলবার। এশিয়া এবং ইউরোপের বাজারের পতনের জেরে এ দিন সেনসেক্স পড়ে গেল ২৫৩.১১ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক থিতু হয় ২৪,৫৫১.১৭ অঙ্কে। পতনের আর একটি বিশেষ কারণ মুনাফার টাকা তুলে নেওয়ার জন্য শেয়ার বিক্রির হিড়িক।
এ দিন ডলারে টাকার দামও কমেছে ২৭ পয়সা। বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৭.৩৮ টাকা।
আজ বুধবার আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ বৈঠকে বসছে। সুদের হার তারা বাড়াবে না বলে বলেই খবর। তা সত্ত্বেও বিশ্ব জুড়েই লগ্নিকারীরা কোনও ঝুঁকি নিতে চাননি। যার ফলে এশিয়া এবং ইউরোপের বাজার এ দিন পড়েছে। মুনাফার টাকা তুলে নেওয়ার উদ্দেশ্যে তাঁরা দিনের মাঝামাঝি সময় থেকেই শেয়ার বিক্রি করতে শুরু করেন।