মূলধনী বাজার সংস্কারের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ সেবির

মূলধনী বাজারের সংস্কারের লক্ষ্যে আরও এক ধাপ এগোল শেয়ার বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। শেয়ার ও মূলধনী বাজারে আরও বেশি বিনিয়োগ টানতেই এই পথে হাঁটল তারা।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭ ০১:৪১
Share:

মূলধনী বাজারের সংস্কারের লক্ষ্যে আরও এক ধাপ এগোল শেয়ার বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। শেয়ার ও মূলধনী বাজারে আরও বেশি বিনিয়োগ টানতেই এই পথে হাঁটল তারা।

Advertisement

শনিবার পরিচালন পর্ষদের বৈঠকে এ ব্যাপারে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সেবি। এর মধ্যে অন্যতম হল: লেনদেনের খরচ ছাঁটতে ব্রোকার ফি এক ধাক্কায় ২৫% কমিয়ে আনা এবং এ ধরনের মধ্যস্থতাকারীর সামনে ডিজিটাল মাধ্যমে স্টক এক্সচেঞ্জে পাওনা মেটানোর বিকল্প খুলে দেওয়া।

সেবি-র বিবৃতি অনুসারে এ দিনের পদক্ষেপগুলি হল —

Advertisement

ব্রোকার ফি ২৫ শতাংশ কমানোর ফলে তা প্রতি ১ কোটি টাকার লেনদেনে ২০ টাকা থেকে ১৫ টাকায় নেমে আসা।

মিউচুয়াল ফান্ডগুলিকে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (আরইআইটি) এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টে (আইএনভিআইটি) লগ্নির অনুমতি দেওয়া। একটি মিউচুয়াল ফান্ডের ৫ শতাংশ পর্যন্ত নিট সম্পদ এগুলিতে খাটানো যাবে। তবে ইনডেক্স ফান্ড এবং শিল্প ভিত্তিক প্রকল্পের জন্য এই সীমা খাটবে না।

মিউচুয়াল ফান্ডের জন্য নতুন বিজ্ঞাপন বিধি, যার আওতায় নামী ব্যক্তিত্বদের প্রচারের কাজে লাগানো যাবে। সাফল্যের খতিয়ান তুলে ধরতে হবে সহজ-সরল ভাবে। দাখিল করতে হবে সাম্প্রতিক তথ্য।

সংস্থা সংযুক্তির নিয়ম বদল। নথিভুক্ত নয়, অথচ আয়তনে বড়, এমন কোম্পানি কোনও ছোট সংস্থার সঙ্গে মিশে গিয়ে বাজারে নথিভুক্ত হতে পারবে না। শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষার জন্যই এই সিদ্ধান্ত।

হাতে উদ্বৃত্ত থাকলে বন্ড ছাড়তে পারবে পুরসভা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement