মূলধনী বাজারের সংস্কারের লক্ষ্যে আরও এক ধাপ এগোল শেয়ার বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। শেয়ার ও মূলধনী বাজারে আরও বেশি বিনিয়োগ টানতেই এই পথে হাঁটল তারা।
শনিবার পরিচালন পর্ষদের বৈঠকে এ ব্যাপারে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সেবি। এর মধ্যে অন্যতম হল: লেনদেনের খরচ ছাঁটতে ব্রোকার ফি এক ধাক্কায় ২৫% কমিয়ে আনা এবং এ ধরনের মধ্যস্থতাকারীর সামনে ডিজিটাল মাধ্যমে স্টক এক্সচেঞ্জে পাওনা মেটানোর বিকল্প খুলে দেওয়া।
সেবি-র বিবৃতি অনুসারে এ দিনের পদক্ষেপগুলি হল —
• ব্রোকার ফি ২৫ শতাংশ কমানোর ফলে তা প্রতি ১ কোটি টাকার লেনদেনে ২০ টাকা থেকে ১৫ টাকায় নেমে আসা।
• মিউচুয়াল ফান্ডগুলিকে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (আরইআইটি) এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টে (আইএনভিআইটি) লগ্নির অনুমতি দেওয়া। একটি মিউচুয়াল ফান্ডের ৫ শতাংশ পর্যন্ত নিট সম্পদ এগুলিতে খাটানো যাবে। তবে ইনডেক্স ফান্ড এবং শিল্প ভিত্তিক প্রকল্পের জন্য এই সীমা খাটবে না।
• মিউচুয়াল ফান্ডের জন্য নতুন বিজ্ঞাপন বিধি, যার আওতায় নামী ব্যক্তিত্বদের প্রচারের কাজে লাগানো যাবে। সাফল্যের খতিয়ান তুলে ধরতে হবে সহজ-সরল ভাবে। দাখিল করতে হবে সাম্প্রতিক তথ্য।
• সংস্থা সংযুক্তির নিয়ম বদল। নথিভুক্ত নয়, অথচ আয়তনে বড়, এমন কোম্পানি কোনও ছোট সংস্থার সঙ্গে মিশে গিয়ে বাজারে নথিভুক্ত হতে পারবে না। শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষার জন্যই এই সিদ্ধান্ত।
• হাতে উদ্বৃত্ত থাকলে বন্ড ছাড়তে পারবে পুরসভা।