৫০০ কোটি টাকার তহবিল স্থানান্তর নিয়ে বিতর্কে জড়িয়েছেন ফোর্টিস হেল্থকেয়ারের দুই প্রোমোটার মলবীন্দ্র মোহন সিংহ ও শিবীন্দ্র মোহন সিংহ। অভিযোগ উঠেছে শিথিল নিয়ন্ত্রণের। শনিবার বাজার নিয়ন্ত্রক সেবির চেয়ারম্যান অজয় ত্যাগীর দাবি, অনিয়ম হয়েছে কি না পরীক্ষা করে দেখছে তারা।
সম্প্রতি ফোর্টিস হেল্থকেয়ারের পর্ষদ ছেড়েছেন সিংহ ভাইয়েরা। যেটি ফোর্টিস হসপিটালসের মূল সংস্থা। এর পরেই অভিযোগ ওঠে, এক বছর আগে পর্ষদের সায় ছাড়াই বাজারে নথিভুক্ত ফোর্টিস হসপিটালস থেকে ৫০০ কোটি নিয়েছিলেন তাঁরা। এ নিয়ে ফোর্টিস হেল্থকেয়ারকে নোটিসও পাঠায় স্টক এক্সচেঞ্জ। জবাবে তাঁদের দাবি, আসলে শাখা ফোর্টিস হসপিটালস গোষ্ঠীরই প্রোমোটারের সংস্থায় সুরক্ষিত স্বল্প মেয়াদি লগ্নি হিসেবে ৪৭৩ কোটি টাকা ঢালা হয়েছে। যা ঋণই। শোধের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। টাকাটা ফেরত না এলে তাঁদের অডিটর সংস্থা দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেবে সই করতে রাজি নয় বলেও খবর। যদিও তা উড়িয়েছে ফোর্টিস হেল্থকেয়ার।