অনুৎপাদক সম্পদ ছাঁটা নিয়ে আরও কড়া সেবি

শনিবার কলকাতায় বণিকসভা সিআইআইয়ের এক সভায় সেবির এই পদক্ষেপকে স্বাগত জানান স্টেট ব্যাঙ্কের এমডি রজনীশ কুমার। তাঁর মতে, ‘‘এতে সাধারণ মানুষ যেমন চটজলদি বিষয়টি জানতে পারবেন, তেমনই, ব্যাঙ্কগুলি থেকে ঋণ পাওয়া দুষ্কর হবে সংশ্লিষ্ট সংস্থার পক্ষে। ফলে বাড়বে ধার শোধের তাগিদ।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৩০
Share:

কোনও নথিভুক্ত সংস্থা ব্যাঙ্কঋণ-সহ কোনও পাওনা মেটাতে এক দিনও দেরি করলে, তৎক্ষণাৎ তা জানাতে হবে শেয়ার বাজার কর্তৃপক্ষকে। অনুৎপাদক সম্পদে রাশ টানতে এ বার নতুন এই নিদান শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবির। ব্যবস্থাটি চালু হবে ১ অক্টোবর থেকেই।

Advertisement

শনিবার কলকাতায় বণিকসভা সিআইআইয়ের এক সভায় সেবির এই পদক্ষেপকে স্বাগত জানান স্টেট ব্যাঙ্কের এমডি রজনীশ কুমার। তাঁর মতে, ‘‘এতে সাধারণ মানুষ যেমন চটজলদি বিষয়টি জানতে পারবেন, তেমনই, ব্যাঙ্কগুলি থেকে ঋণ পাওয়া দুষ্কর হবে সংশ্লিষ্ট সংস্থার পক্ষে। ফলে বাড়বে ধার শোধের তাগিদ।’’

বড় ঋণখেলাপি সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই দেউলিয়া বিধি প্রয়োগে নেমেছে রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কিং শিল্পের আশা, অনুৎপাদক সম্পদের সমস্যা যুঝতে কাজে দেবে এই সাঁড়াশি চাপ। যদিও দেউলিয়া বিধি কার্যকরী করতে এ সংক্রান্ত পেশাদার ও জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালের বেঞ্চের সংখ্যা বাড়ানোর কথা বলেছে তারা। তবে ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এমডি-সিইও দীনবন্ধু মহাপাত্রের দাবি, ‘‘অনুৎপাদক সম্পদ নিয়ে সব থেকে খারাপ সময় ব্যাঙ্কগুলি কাটিয়ে উঠেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement