সারদা রিয়েলটিকে ২ কোটি টাকা জরিমানা করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। সংস্থার পাশাপাশি ওই জরিমানা চেপেছে কর্ণধার সুদীপ্ত সেন এবং দুই ডিরেক্টর হেমন্ত প্রধান ও মনোজ কুমার নাগেলের উপরেও। সারদা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে সুদীপ্তবাবু-সহ সংস্থার একাধিক কর্তা এখন বিচারাধীন অবস্থায় জেলে।
সেবির অভিযোগ, যে প্রকল্প ছেড়ে সারদা রিয়েলটি বাজার থেকে টাকা তুলছিল, তা কলেকটিভ ইনভেস্টমেন্ট স্কিমের (সিআইএস) আওতায় পড়ে। অথচ তা ছাড়ার জন্য সেবির লাইসেন্স তাদের ছিল না। যে কারণে বেআইনি এই টাকা সংগ্রহ বন্ধ করতে বলে ২০১৩ সালের এপ্রিলে নোটিস জারি করেছিল সেবি। তোলা টাকা তিন মাসের মধ্যে লগ্নিকারীদের ফেরাতেও বলা হয়। কিন্তু সুদীপ্ত সেন এবং বাকিরা তাতে কর্ণপাত না করে টাকা তোলা চালিয়ে যান। তাই এই জরিমানা। সেবির জিএম রচনা আনন্দ-এর দাবি, তার উপর কোম্পানি বিষয়ক মন্ত্রকের সাইটে এখনও সারদা রিয়েলটিকে চালু সংস্থা হিসেবে দেখানো আছে। সেবির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া এটা করা যায় না। করলে তা সেবি আইন ও সিআইএস বিধি ভাঙা হয়।