SBI Interest Cut

স্থায়ী আমানতে কমল সুদ, তবে সস্তা হল বাড়ি-গাড়ির ঋণ, পয়লা বৈশাখে গ্রাহকদের জোড়া খবর দিল এসবিআই

পয়লা বৈশাখের দিন থেকে আরবিআইয়ের রেপো রেটের সঙ্গে সম্পর্কযুক্ত ঋণে হ্রাস পাওয়া সুদের হার কার্যকর করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। পাশাপাশি, স্থায়ী আমানতে সুদ কামিয়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেটিও এ দিন থেকে কার্যকর করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ০৯:৪২
Share:
Representative Picture

—প্রতীকী ছবি।

পয়লা বৈশাখে গ্রাহকদের জন্য জোড়া ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। রিজ়ার্ভ ব্যাঙ্কের রেপো রেটের সঙ্গে সম্পর্কযুক্ত গাড়ি ও বাড়ির ঋণে কমল সুদ। ফলে মাসিক কিস্তিতে মিলবে স্বস্তি। অন্য দিকে স্থায়ী আমানতে সুদের হার হ্রাস করেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এর ফলে কোপ পড়বে গ্রাহকদের সঞ্চয়ে। ভাসমান সুদের হারে গৃহঋণের মাসিক কিস্তি কমায় প্রতি মাসে কত টাকা সাশ্রয় হবে, এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

স্টেট ব্যাঙ্কের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রেপো রেটের সঙ্গে সম্পর্কযুক্ত ঋণে ২৫ বেসিস পয়েন্ট কমল সুদের হার। ফলে বাড়ি, গাড়ি এবং ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে বার্ষিক সুদের অঙ্ক নেমে এসেছে ৮.২৫ শতাংশে। পয়লা বৈশাখ অর্থাৎ ১৫ এপ্রিল থেকে নতুন সুদের হার কার্যকর করল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

এসবিআইয়ের নতুন সুদের হারে ঋণগ্রহণকারীরা প্রতি মাসে কত টাকা সাশ্রয় করতে পারবেন, একটি উদাহরণের সাহায্যে তা বুঝে নেওয়া যেতে পারে। ধরা যাক, এক জন গ্রাহক ৩০ বছরের মেয়াদে ৫০ লক্ষ টাকা গৃহঋণ নিয়েছেন। এত দিন ৮.৫ শতাংশ সুদের হারে মাসে ৩৮ হাজার ৪৯১ টাকা করে দিচ্ছিলেন তিনি। কিন্তু, এ দিন থেকে সুদের হার ৮.২৫ শতাংশে নেমে আসায় মাসিক কিস্তি কমে দাঁড়াবে ৩৭ হাজার ৫৯৮ টাকা।

Advertisement

অর্থাৎ প্রতি মাসে ওই গ্রাহকের সাশ্রয় হবে ৮৯৩ টাকা। বছরের হিসাবে অঙ্কটা ১০ হাজার ৭১৬। গৃহঋণের মোট সময়সীমার মধ্যে অর্থাৎ ৩০ বছরে মোট ৩.২ লক্ষ টাকা বাঁচাতে পারবেন ওই গ্রাহক। তবে ভাসমান সুদের হারে ঋণ নিলে তবেই এই সুবিধা মিলবে। স্থায়ী সুদের হারে ঋণগ্রহণকারীদের উপর এর কোনও প্রভাব পড়বে না।

পাশাপাশি, বেশ কয়েকটি স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজিট বা এফডি) ক্ষেত্রে সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। এর ফলে সঞ্চয় কমবে মূলত এক থেকে তিন বছরের স্থায়ী আমানতের গ্রাহকদের। প্রবীণ নাগরিকরাও এর আওতার বাইরে থাকবেন না। এ ছাড়া ৪৪৪ দিনের ‘অমৃত বৃষ্টি’ এফডির সংশোধিত সুদের হার প্রকাশ করেছে এসবিআই। স্থায়ী আমানতের ক্ষেত্রেও নতুন সুদের হার পয়লা বৈশাখের দিন থেকেই কার্যকর করেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement