গ্রাফিক: তিয়াসা দাস
যাঁরা বাড়ি, ফ্ল্যাট কেনার কথা ভাবছিলেন, কিন্তু মাসে মাসে ব্যাঙ্ক-ঋণের সুদ গোনার ভয়ে পিছিয়ে যাচ্ছিলেন বার বার, তাঁদের জন্য সুখবর। সুদের ভয়ে পিছিয়ে যাওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও সুখবর।
গৃহঋণ আর ক্ষুদ্র ব্যবসায় দেওয়া ঋণে স্টেট ব্যাঙ্ক (এসবিআই) এ বার সুদের হার কমাচ্ছে। আগামী কাল, ১ জানুয়ারি থেকেই সেই সুদের হার কমে হচ্ছে ৭.৯ শতাংশ। এখনও পর্যন্ত যে সুদ গুনতে হয় ৮.১৫ শতাংশ হারে।
সোমবার এসবিআই-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পরিবর্তিত সুদের হার ৭.৯ শতাংশ থেকে শুরু হচ্ছে।’’
স্টেট ব্যাঙ্কের একটি সূত্রের খবর, মহিলা ঋণগ্রহীতাদের ক্ষেত্রে সুদের হার কমে ৭.৯ শতাংশ হলেও অন্যদের ক্ষেত্রে সেই হার হবে ৭.৯৫ শতাংশ।
এ বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯ মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে দেওয়া ঋণের উপর রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) সুদের হার (রেপো রেট) কমিয়েছে মোট ৫ বার। তার ফলেই, গৃহঋণ ও ক্ষুদ্র ব্যবসায় দেওয়া ঋণের উপর এসবিআই সুদের হার কমাতে পারল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।