—ফাইল চিত্র।
গত জুলাই থেকে গৃহঋণকে রেপো রেটের সঙ্গে যুক্ত করে নতুন প্রকল্প এনেছিল স্টেট ব্যাঙ্ক। সেটি আপাতত তুলে নিয়েছে তারা। টুইটে এক গ্রাহকের প্রশ্নের উত্তরে তা স্পষ্ট করেছে ব্যাঙ্কটি। তবে যাঁরা জুলাই থেকে এখনও পর্যন্ত নতুন পদ্ধতিতে গৃহঋণ নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে সেই নিয়ম চালু থাকবে। স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, আগামী দিনে ওই সব ঋণগ্রহীতা কোন পদ্ধতির আওতায় থাকবেন, তা জানিয়ে দেওয়া হবে।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে অক্টোবর থেকেই নতুন পদ্ধতিতে সুদের হিসেব চালু হওয়ার কথা। ব্যাঙ্কের দাবি, গোটা বিষয়টি খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত।