সৌদি আরবের তেল মন্ত্রী খালিদ আল ফালিহ।—ছবি এএফপি।
গত দু’মাসে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমেছে প্রায় ৪০%। যার জেরে বিভিন্ন পেট্রোপণ্যের দামও কমেছে ক্রমাগত। তাই ‘ভারসাম্য’ আনতে এ বার জানুয়ারি থেকেই অশোধিত তেলের রফতানি কমানোর সিদ্ধান্ত নিল সৌদি আরব। এর ফলে তেলের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ওপেকের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের তেল মন্ত্রী খালিদ আল ফালিহ জানিয়েছেন, নভেম্বরে তাঁদের দৈনিক রফতানি ছিল গড়ে ৮০ লক্ষ ব্যারেল। চলতি মাসেই তা ১০% কমিয়ে ৭২ ব্যারেলে নামিয়ে আনা হবে। শুধু তা-ই নয়, ফেব্রুয়ারিতে তেলের সরবরাহ আরও ১ লক্ষ ব্যারেল ছাঁটার পরিকল্পনা রয়েছে তাঁদের।
ওয়াকিবহাল মহলের মতে, ইরান থেকে তেল আমদানির ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। এই অবস্থায় সৌদিও রফতানি কমালে অশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কা আরও বাড়বে।
আরও পড়ুন: দেওয়াল বৈঠকে টেবিল চাপড়ে ‘বাই বাই’ ট্রাম্প