ডলারের তুলনায় টাকার দরে পতন। —ফাইল চিত্র।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতেই টাকার দরে পতন। আমেরিকান ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দরে সর্বকালীন পতন ঘটল মঙ্গলবার দুপুরে। নির্মলার বাজেটে এ দিন দীর্ঘমেয়াদি মূলধনী লাভ ও স্বল্পমেয়াদি মূলধনী লাভের উপর করের হার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। এর পরই শেয়ার বাজারে ধস নামে। শেয়ার বাজারে পতনের সেই ধাক্কায় প্রভাব পড়ে বাজারে ভারতীয় মুদ্রার দরের উপর।
মঙ্গলবার সকালে আমেরিকান ডলারের হিসাবে টাকার দর ছিল ৮৩ টাকা ৬৪ পয়সা। অর্থাৎ, এক বাজার খোলার সময় আমেরিকান এক ডলারের মূল্য ছিল ভারতীয় মুদ্রায় ৮৩ টাকা ৬৪ পয়সা। যদিও মাঝে বাজেট পেশ হওয়ার আগে ৮৩ টাকা ৬১ পয়সা পর্যন্ত উঠেছিল ভারতীয় মুদ্রার দর। এ দিন বেলা ১১টা নাগাদ বাজেট প্রস্তাব পাঠ শুরু করেন নির্মলা। তার পরই এই পতন। দুপুর ১২টা ৪০ মিনিটের হিসাবে এক আমেরিকান ডলারের মূল্য ভারতীয় মুদ্রায় বেড়ে হয়ে যায় ৮৩ টাকা ৬৯ পয়সা। বাজার বন্ধের সময় পর্যন্ত সেই পতন আরও বাড়ে। এ দিন বিকেলে বাজার বন্ধের সময় আমেরিকান ডলারের তুলনায় টাকার দর বেড়ে হয়ে যায় ৮৩ টাকা ৭১ পয়সা।
উল্লেখ্য, অতীতে টাকার দরে সর্বোচ্চ পতন ছিল এক ডলারের মূল্য ৮৩ টাকা ৬৭ পয়সা। সোমবার বাজার বন্ধের সময় ভারতীয় মুদ্রার দর ৪ পয়সা উঠেছিল। সোমবারে বাজার বন্ধের সময় টাকার দর ছিল ৮৩ টাকা ৬৬ পয়সা। মঙ্গলবার বাজার বন্ধের সময় তা ৫ পয়সা কমে গিয়ে হল ৮৩ টাকা ৭১ পয়সা।