Retail Inflation Rate dropped

সুদ কমানোর পথ চওড়া

পাঁচ বছরের মধ্যে গত মাসে প্রথম বার তা ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল। যে কারণে মাসিক ঋণ শোধের কিস্তির (ইএমআই) বোঝা আরও হালকা হওয়ার প্রত্যাশা বাড়তে শুরু করেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৫:৫৮
Share:
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। —ফাইল চিত্র।

সাত মাসে সর্বনিম্ন হল খুচরো মূল্যবৃদ্ধি। বুধবার কেন্দ্র জানাল, গত জুলাইয়ের পরে ফেব্রুয়ারিতে ফের তা ৪ শতাংশের নীচে নেমেছে। সুদ কমাতে যেটা ছিল রিজ়ার্ভ ব্যাঙ্কের মূল লক্ষ্য। তা দাঁড়াল ৩.৬১%। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিও নেমেছে ৩.৭৫ শতাংশে। ফলে সংশ্লিষ্ট মহলের আশা, এপ্রিলে আরবিআই ফের সুদ কমাবে। পাঁচ বছরের মধ্যে গত মাসে প্রথম বার তা ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল। যে কারণে মাসিক ঋণ শোধের কিস্তির (ইএমআই) বোঝা আরও হালকা হওয়ার প্রত্যাশা বাড়তে শুরু করেছে। কিছুটা নিশ্চিন্তি ফিরেছে শিল্পবৃদ্ধিতেও। সরকারি হিসাবে, মূলত কল-কারখানায় উৎপাদন বৃদ্ধির (৫.৫%) জেরে জানুয়ারিতে তা ৫% ছুঁয়েছে। গত বছর ছিল ৪.২%। ডিসেম্বরে নামে ৩.৫ শতাংশে।

Advertisement

পটনা আইআইটির অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, ‘‘সুদ আরও কমার পথ চওড়া হল। তবে মার্চেই তাপপ্রবাহ শুরুর পূর্বাভাস আরবিআই-সহ সকলকে চিন্তায় রাখবে। এতে গত বছরের মতো ফলন মার খেলে খাদ্যপণ্যের দাম ফের বাড়বে।’’ অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরীর মতে, শীতের ফসল ওঠায় খাদ্যপণ্যের দাম কমার জেরে ফেব্রুয়ারিতে মূল্যবৃদ্ধি মাথা নামাবে জানা ছিল। চ্যালেঞ্জ, এটা ধরে রাখা। বর্ষার উপর অনেক কিছু নির্ভর করছে। তবে এখন সুদ ফের কমতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement