Rs 2000 Banknotes

বাজারে এখনও ঘুরছে প্রচুর দু’হাজারি নোট, মূল্য প্রায় সাড়ে ছ’হাজার কোটি! জানাল রিজ়ার্ভ ব্যাঙ্ক

দু’বছর পেরিয়ে এখনও আমজনতার হাতে রয়েছে প্রায় সাড়ে ছ’হাজার কোটি টাকা মূল্যের দু’হাজারি নোট। ২০২৪-’২৫ অর্থবর্ষ শেষের মুখে তথ্য দিয়ে জানাল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৪:১৯
Share:
Rs 2000 Banknotes

প্রতীকী ছবি।

বাজারে এখনও ঘুরছে প্রচুর পরিমাণে দু’হাজার টাকার নোট। চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) শেষে পৌঁছে এ বার তার হিসাব দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। কত দু’হাজারি নোট ফেরত এসেছে, তাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

Advertisement

শনিবার, ১ মার্চ দু’হাজার টাকার নোট সংক্রান্ত তথ্য প্রকাশ করে আরবিআই। সেখানে বলা হয়েছে, ৯৮.১৮ শতাংশ দু’হাজারি নোট ফেরত চলে এসেছে। অর্থাৎ এখনও বাজারে রয়েছে প্রায় দু’শতাংশ দু’হাজার টাকার নোট। এর মূল্য ৬,৪৭১ কোটি টাকা বলে জানিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক।

২০২৩ সালের ১৯ মে দু’হাজারি নোট বাজার থেকে প্রত্যাহার করার কথা ঘোষণা করে আরবিআই। ওই সময়ে বাজারে ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা মূল্যের গোলাপি নোট। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সেটা কমে ৬,৪৭১ কোটি টাকায় নেমে এসেছে বলে এ বার জানাল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

Advertisement

দু’হাজারি নোট প্রত্যাহারের পর ওই টাকা সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে জমা দেওয়ার সুযোগ দিয়েছিল আরবিআই। ২০২৩ সালের ৭ অক্টোবর পর্যন্ত এই ব্যবস্থা চালু ছিল। বর্তমানে অবশ্য ব্যাঙ্কের শাখায় জমা দেওয়া যাবে না গোলাপি নোট। আরবিআইয়ের ১৯টি সুনির্দিষ্ট দফতরে দু’হাজারি নোট জমা দিতে পারবেন গ্রাহকরা।

এ ছাড়া ডাকঘরের মাধ্যমে দু’হাজার টাকার নোট আরবিআইতে পাঠানোর সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে অবশ্য ওই টাকা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে, তা গ্রাহককে জানিয়ে দিতে হবে। সেই মতো টাকা পৌঁছলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে সেটি জমা করবে কেন্দ্রীয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

দু’হাজারি নোট প্রত্যাহারের কাজ চললেও আরবিআই এটিকে পুরোপুরি বন্ধ করেনি। এখনও লেনদেনের ক্ষেত্রে গোলাপি নোটের বৈধতা রয়েছে। এ বছরের মধ্যেই বাজারে ঘোরা যাবতীয় দু’হাজারি নোট ফেরত আসবে বলে আশাবাদী আরবিআই কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement