এ বার আরও বেশি পেট্রোল পাম্প খোলার আগ্রহ প্রকাশ করল মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল)। পেট্রোল-ডিজেলের চাহিদা বাড়ার হাত ধরে এই ক্ষেত্রে ভাল ব্যবসা আশা করছে সংস্থা।
গত দশকের প্রথম দিকেই ১,৪৩৩টি পাম্প খুলেছিল সংস্থা। কিন্তু বেসরকারি সংস্থা বলে সরকারি ভর্তুকির সুবিধা পায়নি। ফলে তাদের পাম্প থেকে বাড়তি দরে পেট্রোল-ডিজেল কেনায় তেমন সাড়া মেলেনি। তাই ২০০৮ সালে সব ক’টি পাম্পই বন্ধ করে দেয় সংস্থা।
২০১৪ সালে ডিজেলে ভর্তুকি উঠে যায়। পেট্রোলে তা আগেই উঠেছিল। ফলে সরকারি ভর্তুকি না-থাকায় তেলের দাম বাজারে চাহিদা-জোগানের ভিত্তিতেই নির্ধারিত হতে থাকে। ফের বাজারে ফিরে আসে রিলায়্যান্স। চালু করে তাদের বেশ কিছু পেট্রোল পাম্প। রিলায়্যান্স গোষ্ঠীর ডেপুটি চিফ ফিনান্সিয়াল অফিসার ভি শ্রীকান্ত জানান, ‘‘মার্চ পর্যন্ত হিসেবে ৯৫০টি পাম্প চালু রয়েছে। আমাদের পরিকল্পনা হল আগে চালু থাকা ১,৪৩৩টি পাম্পের ঝাঁপ খোলার পরে চলতি ২০১৬-’১৭ অর্থবর্ষেই আরও ২০০টির মতো চালু করা। প্রসঙ্গত, মোট ৫,০০০ পেট্রোল পাম্প খোলার লাইসেন্স আরআইএলের হাতে রয়েছে।