ভারতে বেসরকারি টেলিকম ক্ষেত্রে সবচেয়ে বড় ‘হ্যান্ডশেক’টা হয়ে গেল।
রিলায়্যান্স কমিউনিকেশন্সের সঙ্গে মিশে গেল এয়ারসেল। আরও সঠিক ভাবে বলতে হলে, রিলায়্যান্স কমিউনিকেশন্সের ওয়্যারলেস ব্যবসাটা আর পুরোপুরি রিলায়্যান্সের হাতে থাকল না। এয়ারসেলের সঙ্গে মিশে গিয়ে তা একটা আলাদা সংস্থা হচ্ছে। বারদু’য়েক আলোচনা ভেস্তে যাওয়ার পর বুধবার এ ব্যাপারে চূড়ান্ত চুক্তি হয়েছে বলে দুই কর্পোরেট সংস্থা সূত্রের খবর। খুব শীঘ্রই সরকারি ভাবে তা ঘোষণা করা হবে। এর ফলে, ভারতী এয়ারটেলের পর ব্যবসার নিরিখে দ্বিতীয় বৃহত্তম বেসরকারি টেলিকম সংস্থা হবে এই নতুন সংস্থাটি।
নতুন সংস্থায় রিলায়্যান্স কমিউনিকেশন্স ও এয়ারসেলের শেয়ারের পরিমাণ হবে সমান সমান। ৫০ শতাংশ করে। নির্দিষ্ট সময়েই তা ভারতীয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে। ঠিক হয়েছে, দুই সংস্থার কাঁধে যে ঋণের বোঝা (প্রায় ১৪ হাজার কোটি টাকা) রয়েছে, তার পুরোটাই নতুন সংস্থার কাঁধে যাবে। নতুন সংস্থার মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে ৩৫ হাজার কোটি টাকা।
শুধু ভারতেই এখন ভারতী এয়ারটেলের ইউজার-বেস ২৫ কোটি। আর এ বার নতুন সংস্থাটির ইউজার-বেস হবে ১৯ কোটি।
আরও পড়ুন- টাটা মোটরসের ঘুরে দাঁড়ানোর লক্ষণ স্পষ্ট, দাবি মিস্ত্রির