প্রতীকী ছবি
স্পেকট্রাম বিক্রি করতে না-পারলে রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর-কম) গুটিয়ে যাবে বলে সুপ্রিম কোর্টে জানাল ঋণদাতাদের গোষ্ঠী। বুধবার বকেয়া স্পেকট্রাম ও লাইসেন্স ফি মেটানো নিয়ে মামলার শুনানির সময়ে স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ঋণদাতা কমিটির আইনজীবী হরিশ সালভে বলেন, আর-কম বকেয়া মেটানো থেকে পালাচ্ছে না। কিন্তু তাদের ধার ৪২,০০০ কোটি টাকা। স্পেকট্রাম বিক্রি করতে না-পারলে লিকুইডেশনে চলে যাবে সংস্থাটি। এতে কারওই লাভ হবে না। ঋণদাতা ও টেলিকম দফতর (ডট), উভয়ই জনগণের টাকা ফেরত পেতে আগ্রহী।
এর আগে কেন্দ্র বলেছিল, ডট স্পেকট্রাম বিক্রি করা যায় না বললেও, কর্পোরেট সংক্রান্ত মন্ত্রকের পাল্টা দাবি তা করা যায়। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘ট্রেডিং’ নির্দেশিকায় বিক্রি সম্ভব হলেও, দেউলিয়া আইনে কী করে তা সম্ভব। হরিশ জানান, ডটের ছাড়পত্র ছাড়া স্পেকট্রাম বিক্রি হবে না। তাদের সায় নিয়েই স্পেকট্রাম ব্যবহারের অধিকার হস্তান্তরের কথা দেউলিয়া আইনেও বলা রয়েছে। এই অবস্থায় ডট স্পেকট্রাম বিক্রি সম্ভব নয় বললে সর্বোচ্চ দর দেওয়া সংস্থা পিছিয়ে যেতে পারে।