রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল।
সাবধানী ব্যাটে খেলে রেপো রেট একই রাখল রিজার্ভ ব্যাঙ্ক। নোট বাতিলের আবহে মূলধনী বাজার যখন রেপো রেট কমানোর বিষয়ে নিশ্চিত ছিল, তখনই সবাইকে চমকে দিয়ে রেপো রেট আগের মতোই ৬.২৫ রাখা হয়েছে। তবে, বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কে জমা রাখা মূলধনীর ঊর্ধ্বসীমা উঠিয়ে দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।
নোট বাতিলের পর প্রথম বার ঋণনীতির পর্যলোচনা করল শীর্ষ ব্যাঙ্ক। কিছুটা ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে সুদের হার কিছুটা হলেও কমানো হবে, এমনটাই আশা করেছিলেন অর্থনীতিকরা। কিন্তু, এ দিন ঋণনীতি কমিটির বৈঠকের পর সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেন রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর উর্জিত পটেল।
মূলধনী বিশেষজ্ঞদের আশা ছিল, সুদের হার অন্তত ০.২৫ শতাংশ কমানো হবে। তাঁদের মতে, ব্যাঙ্ক বা কেন্দ্রীয় সরকারের ঘরে নগদ টাকার যোগান বাড়লেও সাধারণ মানুষের হাতে খুচরোর যোগান কমেছে। এতে কমছে ক্রেতার সামগ্রিক চাহিদা। এই পরিস্থিতিতে দেশের আর্থিক বৃদ্ধির হারও কমার সম্ভাবনা দেখা দিয়েছে। সুদের হার কমিয়ে সে পরিস্থিতির মোকাবিলা করার পথে যেতে পারত শীর্ষ ব্যাঙ্ক। তবে সে পথে হাঁটেননি উর্জিত পটেল। পাশাপাশি, আগামী অর্থবর্ষের জন্য আর্থিক বৃদ্ধির হার ৭.৬ শতাংশ থেকে কমিয়ে ৭.১ শতাংশ হবে বলে পূর্বাভাস করেছে শীর্ষ ব্যাঙ্ক।
পরিসংখ্যান খতিয়ে দেখা গিয়েছে, নোট বাতিলের সিদ্ধান্তের প্রভাব ইতিমধ্যেই বিভিন্ন বাজারে পড়তে শুরু করেছে। গাড়ি বাজারের বিক্রি কমেছে। পরিষেবার ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে।
এ দিন শীর্ষ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের নেতৃত্বে ঋণনীতি কমিটির ছ’জন সদস্যই সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে সায় দিয়েছেন। এর প্রভাবে শেয়ার বাজারের সূচকও পড়ে যায়। এক সময় সেনসেক্স ১৫৫.৮৯ পয়েন্ট পড়ে যায়। নিফটি থামে ৮,১০২ পয়েন্টে।
আরও পড়ুন